আকাশের রং নীল, বেদনার রং নীল,সাফল্যের রং ও নীল...।
ঠান্ডা পরছে কয় দিন ধরে এখানে। ধুলোবালি ও বেড়েছে। আসলে বৃষ্টি কমে যাওয়া তে এই সমস্যা। আজ তিন মাস এখানে।
দেশ ছেড়ে, পরিবার ছেড়ে, বন্ধু দের ছেড়ে। দেশে থাকলে চিৎকার করি এই ভালো না, ঐ ভালো না, জ্যাম এর জ্বালায় বের হওয়া যায়না, রাজনীতির কি অবস্থা, দুর্নীতি,দেশ ছেড়ে চলে যেতে ইচ্ছে করে, ইত্যাদি ইত্যাদি । দেশের বাইরে আসলে বোঝা যায় হৃদয়ের ঠিক কোন জায়গায় বাংলাদেশ।
তবুও কষ্ট করে থেকে যাওয়া। হয়তো আমাদের পাঠানো ডলার এ দেশের কিছু উপকার হবে ( কিছু টা হয়তো লুটপাট ও হবে ), হয়তো আমার পরিবার একটু স্বচ্ছল হবে, হয়তো বাবা মা কে হজ্ব এ পাঠাতে পারবো।
জীবনের চাওয়ার কোন শেষ নেই। বাইরে এসে আরেকটা উপকার হইছে। সামুর মতো এত সুন্দর একটা প্লাটফর্ম এ ঢুকতে পেরেছি।
পেপারে পরলাম মিউজিক ক্যাফের কথা। মনে হ্য় এই তো সে দিন বউ কে নিয়ে গিয়েছিলাম।
বউ জানতো না। হঠাৎ করে হাজির হয়েছিলাম ওর হসপিটাল এ। আমাকে দেখে তো অবাক। জোর করে নিয়ে গিয়েছিলাম থার্টি থৃ তে। প্রথম বার সেখানে যাওয়া।
ভালো লেগেছিলো। বেশ ভালো। প্রিয়জনের সাথে সময় কাটানোর সুন্দর জায়গা। নবীন একটা ব্যান্ড পারফর্ম করছিলো। সুন্দর গায়।
হ্য়তো এরাই একদিন বাংলা মিউজিক কে বিশ্ব দরবারে পৌছে দিবে।
এটা আমার ২য় বার দেশের বাইরে পা রাখা। জাপানী রা অনেক কর্মঠ শুনেছি। দেখার সৌভাগ্য এখন ও হয়নি। কিন্তু তিন টা দেশ ঘোরার পর আমার মতামত হলো আমরা বাংলাদেশী রাও অনেক কর্মঠ।
আমরা অনেক অনেক কাজ করি। অনেক অনেক আড্ডা ও দেই। তাই তো আমাদের সামাজিক বন্ধন এখন ও এত শক্ত। এভাবেই হয়তো আমরা ধীরে ধীরে এগিয়ে যাবো।
একটা মজার বিষয় শেয়ার করি।
৭১ এ আমাদের জনসংখ্যা ছিলো পাকিস্তান এর চাইতে বেশী। আর ২০১২ তে এসে তাদের জনসংখ্যা আমাদের থেকে বেশী। আমাকে অবাক হয়ে ওরা জিগ্যেস করেছিলো কি করে সম্ভব হলো??? আমি শুধু বলেছিলাম, We always go ahead, never look back । পাকিস্তান এ থাকার অভিগ্গতা নিয়ে আরেকদিন লিখবো দেখি।
আমি আশাবাদি মানুষ।
আমি নিজেকে নিয়ে আশাবাদি, দেশ কে নিয়ে আশাবাদি। যত ঝড় আসুন, যত সমস্যা আসুক, তবু ও আশা নিয়ে থাকতে চাই। আশা ই জোগায় প্রতি নিয়ত সংগ্রাম করার শক্তি।
ভালো থাকবেন সবাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।