আশায় আছি সমৃদ্ধ দেশের। পোস্ট সরিয়ে ফেলা হল কেন? আমিতো ব্লগের শর্ত ভেঙ্গে কাউকে গালি দিইনি। অন্য একটা পোস্টের কিছু কমেন্ট সংগ্রহে না রাখলেই নয়- আলোকন বলেছেন: ...এই জন্য আমি তাকে ধান্দাবাজ বলছি | ফলাফল - এক লাফে ওয়াচে | ( ( ( সকালে উইঠা যখন দেখলাম তার এই পোস্ট স্টিকি , তখন এত মেজাজ খারাপ হইছিল বলার মত না | ওয়াচে থাকার কারণে কোনো শক্ত কথা বলাও যাচ্ছিল না |তবে হেরে গণ মারা খাইতে দেইখা এখন ওয়াচ হবার বেদনা কমছে | কমসে তাহলে... মশিউর মামা ১ বলেছেন: আসিফের পোস্টে কমেন্ট কইরা ওয়াচ হওয়া আর বিয়ার দাওয়াত খাইতে যাবার সময় সুন্দর কাপড়ে কাদা ছিটকাইয়া লাগা দুইটার কষ্ট এক রকমের | বিডিওয়েভ বলেছেন: গণ মারা খাইতে দেইখা এখন ওয়াচ হবার বেদনা কমছে | মশিউর মামা ১ বলেছেন: ওই পোস্টে ২য় যে কমেন্টটা মোছা হইছিল সেইটা আমার | আমি শুধু তারে বলছিলাম মেয়ের বাপের দায়ের করা অভিযোগে ৬ জনের নাম আছে | এর মধ্যে তুমি এই লোকটার ছবি বাছাই করছ কারণ এর দাড়ি আছে | এই ছবি সহ ধর্মরে গালি দিলে কেউ প্রতিবাদ করবে না | আর সে বেশ কয়েকবার মুক্তিযুদ্ধ শব্দটা ব্যবহার করছে , কারণ অমি রহমান পিয়ালদের সাথে তার একটা ঝামেলা চলতেছে | একই সাথে সে অমি পিয়ালরে একটা বাঁশ দেবার চেষ্টা করছে | এই জন্য আমি তাকে ধান্দাবাজ বলছি | ফলাফল - এক লাফে ওয়াচে | ( ( ( সকালে উইঠা যখন দেখলাম তার এই পোস্ট স্টিকি , তখন এত মেজাজ খারাপ হইছিল বলার মত না | ওয়াচে থাকার কারণে কোনো শক্ত কথা বলাও যাচ্ছিল না |তবে হেরে গণ মারা খাইতে দেইখা এখন ওয়াচ হবার বেদনা কমছে | ছারমী বলেছেন: আগামী বছর থেকে আসিফগং ২৯ মে বিশ্ব গনপোন্দানী খাওয়া দিবস পালন কর্তারে। প্রকৌশলী আতিক বলেছেন: এইবার আমি সেফ জোনে ছিলাম। এইডসের ঝুকি বলে কথা। যারা যারা মারছেন, শীঘ্রই স্টাটাস চেক করেন। ভাই আমি- হা হা প গে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।