আমাদের কথা খুঁজে নিন

   

পোস্ট সরিয়ে ফেলা হল কেন?

আশায় আছি সমৃদ্ধ দেশের। পোস্ট সরিয়ে ফেলা হল কেন? আমিতো ব্লগের শর্ত ভেঙ্গে কাউকে গালি দিইনি। অন্য একটা পোস্টের কিছু কমেন্ট সংগ্রহে না রাখলেই নয়- আলোকন বলেছেন: ...এই জন্য আমি তাকে ধান্দাবাজ বলছি | ফলাফল - এক লাফে ওয়াচে | ( ( ( সকালে উইঠা যখন দেখলাম তার এই পোস্ট স্টিকি , তখন এত মেজাজ খারাপ হইছিল বলার মত না | ওয়াচে থাকার কারণে কোনো শক্ত কথা বলাও যাচ্ছিল না |তবে হেরে গণ মারা খাইতে দেইখা এখন ওয়াচ হবার বেদনা কমছে | কমসে তাহলে... মশিউর মামা ১ বলেছেন: আসিফের পোস্টে কমেন্ট কইরা ওয়াচ হওয়া আর বিয়ার দাওয়াত খাইতে যাবার সময় সুন্দর কাপড়ে কাদা ছিটকাইয়া লাগা দুইটার কষ্ট এক রকমের | বিডিওয়েভ বলেছেন: গণ মারা খাইতে দেইখা এখন ওয়াচ হবার বেদনা কমছে | মশিউর মামা ১ বলেছেন: ওই পোস্টে ২য় যে কমেন্টটা মোছা হইছিল সেইটা আমার | আমি শুধু তারে বলছিলাম মেয়ের বাপের দায়ের করা অভিযোগে ৬ জনের নাম আছে | এর মধ্যে তুমি এই লোকটার ছবি বাছাই করছ কারণ এর দাড়ি আছে | এই ছবি সহ ধর্মরে গালি দিলে কেউ প্রতিবাদ করবে না | আর সে বেশ কয়েকবার মুক্তিযুদ্ধ শব্দটা ব্যবহার করছে , কারণ অমি রহমান পিয়ালদের সাথে তার একটা ঝামেলা চলতেছে | একই সাথে সে অমি পিয়ালরে একটা বাঁশ দেবার চেষ্টা করছে | এই জন্য আমি তাকে ধান্দাবাজ বলছি | ফলাফল - এক লাফে ওয়াচে | ( ( ( সকালে উইঠা যখন দেখলাম তার এই পোস্ট স্টিকি , তখন এত মেজাজ খারাপ হইছিল বলার মত না | ওয়াচে থাকার কারণে কোনো শক্ত কথা বলাও যাচ্ছিল না |তবে হেরে গণ মারা খাইতে দেইখা এখন ওয়াচ হবার বেদনা কমছে | ছারমী বলেছেন: আগামী বছর থেকে আসিফগং ২৯ মে বিশ্ব গনপোন্দানী খাওয়া দিবস পালন কর্তারে। প্রকৌশলী আতিক বলেছেন: এইবার আমি সেফ জোনে ছিলাম। এইডসের ঝুকি বলে কথা। যারা যারা মারছেন, শীঘ্রই স্টাটাস চেক করেন। ভাই আমি- হা হা প গে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.