আমাদের কথা খুঁজে নিন

   

দৃষ্টি আকর্ষণমূলক পোস্ট (বালেকজেন্ডার পেনড্রাইভের সেই .... পোস্ট এর ১৬৬৩ নম্বর কমেন্ট)

আমার এই পথ চাওয়াতেই আনন্দ........

বালেকজেন্ডার পেনড্রাইভ এর সেই ঐতিহাসিক পোস্ট, জাফর ইকবাল বাঙালি জাতিকে কি দিয়াছেন? এর মোটামুটি রিসেন্ট (১৬৬৩ নং) কমেন্ট এবং কমেন্টকারী'র প্রতি সকলের দৃষ্টি সামান্য আকর্ষণ করিলাম কমেন্ট নং- ১৬৬৩. ২৩ শে এপ্রিল, ২০০৯ রাত ২:৫৬ চল যাইগা বলেছেন: নাই দেশে খাটাশই বাঘ...!! দেশে গিয়ে জাফর সাব খুব ত্যাগ করে ফেলেছেন..??? জাফর ও তার বউ খুব ভাল বেতনে চাকুরী করছেন, এখানে বেতন টা তার দরকার নেই, তার দরকার ছিল পরিচিতিটা| সেটা উনি পেয়েছেন মিডিয়ার মাধ্যমে| বই লিখে পয়সা কামাচ্ছেন| আমেরিকাতে এই বই ছাপাতেও পয়সা দিতে হইত, আর যে পড়বে তাকেও পয়সা দিতে হইত| তার লেখ বই না পড়লে আমাদের কিশোরদের নাকী ঘুমই হয় না...!!! ডক্টরেট করেছেন, ভাল বেতনে চাকুরীও করতেন| এই ভাল বেতন টা কত এব; খরচ শেষে কত জমতো তার হিসাব করলে বলতে পারি তিনি দেশ প্রেমের চাইতে শেষ ব্য়সের সন্চয় আর নিরাপত্তার কথা ভেবেই সিদ্বান্ত নিয়েছেন| আমরা অবাক হ্ই খুব সহজে| যে সুবিধাদি ও প্রচার জাফরকে দেয়া হয়েছে, তা দিলে শুধু ডক্টরেট নয়, পোস্ট ডক্টরেট ওয়ালা কয়েক ডজন দেশে আসতে রাজী আছে | শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রায় বিশ্ব মানের একটি প্রতিস্ঠান হয়ে উঠেছিল| এই লোক সেখানে হলের নামকরন নিয়ে যে রাজনীতি শুরু করেছিলেন তার যের এখনো টানতে হচ্ছে|

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.