আমাদের কথা খুঁজে নিন

   

পৃথিবীর অদ্বিতীয় কিছু দেশ

সোশ্যাল মিডিয়া ব্লগ http://www.socialnewsbd.com/ এই পৃথিবী তে প্রায় ১৯৬ টি দেশ রয়েছে যার মধ্যে খুব কম সংখ্যক দেশের নাম ই আমরা ম্যাপ ছাড়া বলতে পারি। কিছু কিছু দেশ রয়েছে যা নিজেস্ব বৈশিষ্টে এক এবং অদ্বিতীয়। অস্ট্রেলিয়া -দেশ এবং মহাদেশ অস্ট্রেলিয়া এমন একটি দেশ যা পুরো একটি মহাদেশ কাভার করেছে। প্রতিটি মহাদেশেই একের অধিক দেশ রয়েছে, কিন্তু অস্ট্রেলিয়া সেই দেশ যা একটা আস্ত মহাদেশ এবং সেই মহাদেশ যা এক্তা আস্ত দেশ। অস্ট্রেলিয়া পৃথিবীর ৬ষ্ঠ বৃহৎ দেশ যার আয়তন ৭৬,৮৬,৮৫০ বর্গ কিলোমিটার যা ৪৮ রাজ্যের মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে সামান্য ছোট এবং বৃটেনের থেকে ৩১.৫ গুন বড়।

এই ছবিটি অস্ট্রেলিয়ার উত্তর টেরিটোরির। কানাডা – লেকের দেশ কানাডায় রয়েছে প্রচুর লেক। ধারনা করা পৃথিবীর ৬০ ভাগ লেক ই কানাডায় অবস্থিত। এর অন্যতম কারন দেশটির বিকল নিষ্কাশন ব্যাবস্থার প্রবল হওয়া। কানাডায় কতগুলো লেক আছে তার সঠিক পরিসংখ্যান নেই।

ধারনা করা হয় কানাডায় প্রায় ৩০ লাখ লেক আছে এবং কিছু স্থানে প্রতি ১০০ বর্গকিলোমিটারে ৩০ টি করে লেক আছে। ছবিটি পেয়টো লেকের। মঙ্গোলিয়া – সবচেয়ে কম ঘনবসতিপূর্ন দেশ মঙ্গোলিয়া পৃথিবীর সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ দেশ। এর প্রতি বর্গকিলোমিটারে ৪.৭ মানুষ বসবাস করে ! মঙ্গোলিয়ায় মোট জনসংখ্যা ২৫ লাখ যারা প্রায় ৬০ লাখ বর্গমাইলের দেশ টিতে বসবাস করে। এখানকার বেশিরভাগ মানুষ ই লোকালয়ে বসবাস করে।

মঙ্গোলিয়ার বিশাল মরুভূমি এবং চরনভূমি গুলো ঢেকে যায় অনাবৃষ্টি এবং ধুলো ঝড় এর কারনে। দেশটির ওই যায়গাগুলি ছাড়া চেঙ্গিস খানের সময় প্রায় ফাকাই ছিল দেশটি। লিবিয়া -মরূভূমির দেশ লিবিয়া পৃথিবীর একমাত্র দেশ যার ৯৯ ভাগ ই মরূভুমি। লিবিয়ার মরূভূমি যা লিবিয়ার বেশিরভাগ অংশ জুরে,পৃথিবীর সবচেয়ে শুষ্ক যায়গা যেখানে বৃষ্টিপাত হয়ই না বলতে গেলে। অনেক যায়গা আছে লিবিয়ায় যেখানে কয়েক দশক কোনো বৃষ্টিপাত হয়নি।

যদিও উচ্চভুমিতে কিছু বৃষ্টিপাত হয় তাও ৫-১০ বছরের মধ্যে একবার। ছবিটি লিবিয়ার মরূভুমির। সুরিনাম -জঙ্গলের দেশ সুরিনামের জঙ্গলের পরিমান ১ কোটি ৪৮ লাখ হেক্টর যা পুরো দেশের ৯১ ভাগ। সুরিনামের জনসংখ্যা প্রায় ৪ লাখ এবং তারা বেশিরভাগ ই রাজধানি এবং কোস্টাল এলাকায় থাকে। সুরিনাম পৃথিবীর একমাত্র দেশ যেখানে জঙ্গলের পরিমান কয়াম্নোর প্রবনতা সবচেয়ে কম।

মাত্র ৫ ভাগ মানুষ রেইনফরেস্ট এলাকায় বসবাস করে। এর মধ্যে বেশিরভাগ ই স্থানীয় এবং ৬ ধরনের উপজাতি যারা কয়েক শতক ধরে বসবাস করছে এবং এখনো তাদের পশ্চিম আফ্রিকান ধাচ ধরে রেখেছে। ইউক্রেন – দ্রুত দৃষ্টির বাহিরে চলে যাওয়া দেশ ইউক্রেন দ্রুত তাদের স্বাভাবিক জম্নগ্রহনের হার হারাচ্ছে। প্রায় ০.৮ ভাগ স্বাভাবিক জম্নগ্রহন রেট কমছে দেশটিতে প্রতি বছর। ধারনা করা হচ্ছে ইউক্রেন ২০৫০ সালের মধ্যে তাদের প্রায় ২৮ ভাগ জনসংখ্যা হারাবে।

বর্তমানে ৪ কোটি ৬৮ লাখ থেকে ৩ কোটি ৩৪ লাখ জনসংখ্যায় পৌছুবে। নেদারল্যান্ডস – সমুদ্র পৃষ্ঠ থেকে নিচের দেশ অর্ধেক নেদারল্যান্ডস ই সি লেভেল থেকে অনেক নিচে অবস্থান করছে। যদি বড় ধরনের কোন ঝড় আঘাত হানে সমুদ্রের বালিয়ারিতে, তাহলে রোটারড্যাম শহর পুরোটাই প্লাবিত হয়ে যাবে। নেদারল্যান্ডস এর মোট ২৭ ভাগ জমি সমুদ্র পৃষ্ঠে থেকে নিচে অবস্থান করছে। এই এলাকায় নেদারল্যান্ডস এর ৬০ ভাগ মানুষের বসবাস।

নেদারল্যান্ড যা যুক্তরাষ্ট্রের কানেকটিকাট এবং ম্যাসাচুয়েটস রাজ্যের সমন্বিত, যার উচ্চতা মাত্র ১১ মিটার। তুভালু – সবচেয়ে কম ভ্রমন করা দেশ তুভালু পৃথিবীর ৪র্থ ক্ষুদ্রতম দেশ। তুভালুর অবস্থান অস্ট্রেলিয়া এবং হাওয়াই দীপপুঞ্জের মাঝামাঝি। তুভালু কে সেই দেশের মধ্যে প্রথম ধরা হয় যে দেশ গ্লোবাল ওয়ার্মিং এর কারনে সমুদ্র উচ্চতা বেরে গেলে হারিয়ে যাবে সমুদ্র তলে। তুভালু তে পৌছানো ও অনেক ঝামেলার।

ফিজি থেকে এক্সক্লুসিভ ফ্লাইট ধরে তুভালু তে যেতে হয়। তুভালুতে প্রতি বছর গরে ১১০০ পর্যটক যায়। ইন্দোনেশিয়া – দ্বীপের দেশ ইন্দোনেশিয়ায় প্রায় ১৭৫০০ দ্বীপ রয়েছে যার মট আয়তন ৮১,৩৫০ কিমি। এর মধ্যে প্রায় ৬০০০ বাসযোগ্য দ্বীপ। ইন্দনেশিয়ার বড় দ্বীপগুলো হল জাভা, সুমাত্রা, বোর্নিও, সুলাভেসি, বালি, লম্বক এবং ফ্লোরস।

দেশটিতে পৃথিবীর ১০-১৫ % কোরাল রিফ রয়েছে। ইন্ডিয়া – প্রাকৃতিক বৈচিত্রের দেশ ভারতের অনন্যতা রয়েছে এর স্বংস্কৃতি, প্রাকৃতিক বৈচিত্র, প্রাকৃতিক সম্পদ, প্রচুর জনবসতি এবং তাদের মনভঙ্গি তে। পৃথিবীর অনেক কম দেশ ই আছে যেখানে ভারতের মত জলবায়ুর বৈচিত্র রয়েছে। যখন উত্তর ভারতের জনগন প্রচন্ড শীতে কাবু হয়, তখন দক্ষিন ভারতের জনগন প্রচন্ড গরমে অতিষ্ট হয়। পোস্ট টি পূর্বে এখানে প্রকাশিত ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.