আমাদের কথা খুঁজে নিন

   

প্লিজ এড়িয়ে যাবেন না

কিছু দিন আগে "ঠিক এই মূহুর্তে আমি সামুর লক্ষাধিক ব্লগারের সাহায্য চাইছি, এখনই ..." এই নামের একটি পোস্ট কম বেশি আমরা সবাই পড়েছি। পোস্টটি ছিল ইভ টিজিং এর বিরুদ্ধে। সকল শ্রেণীর ব্লগার কম বেশি ইভ টিজিঙের বিরুদ্ধে যার যার অবস্থানে থেকে প্রতিবাদ করেছেন। আজ প্রথম আলো তে ''আপত্তিকর ছবি তুলে ইন্টারনেটে দেওয়ায় ছাত্রীর আত্মহত্যা'' নামের একটি লেখা এসেছে। আর ব্ল্যাক মেইলের মাধ্যমে আত্মহত্যায় ইন্ধন জোগানোর পেছনে নাম এসেছে দুজন সাংবাদিকের।

বিষয়টি পুরো সাংবাদিক সমাজের জন্য লজ্জাজনক। দেশবাসীর জন্য সেই সাথে শঙ্কার ও। সাংবাদিকদ্বয় হলেন খুলনা থেকে প্রকাশিত দৈনিক জন্মভূমি পত্রিকার বাগেরহাট ব্যুরো প্রধান মোল্লা আবদুর রব (৪৮) ও মাই টিভির বাগেরহাট প্রতিনিধি রিফাত আল মাহমুদ (৩২)। এই ঘটনাগুলো আমাদের সমাজে খুব বেশি বেশি ঘটছে। মেয়েদের জীবন নিয়ে ছিনি মিনি খেলে আত্মহত্যার দিকে ঠেলে দেয়া হচ্ছে।

অথচ আমরা কি এর কোন প্রতিকার দেখছি। নতুন করে এর সাথে যুক্ত হয়েছে সাংবাদিক নামের কিছু অমানুষ। ঘটনার ভিক্টিম সাবিয়ার বক্তব্য শুনুন, ‘ঘটনার জন্য দায়ী ছেলেদের বাড়ি সাংবাদিক যায় না, আমার বাড়িতে সাংবাদিক আসে। আমি কোথাও বের হতে পারি না। বাড়ির মধ্যেও অনেক কথা শুনতে হয়।

আমি আর পারছি না। আমার মনে হয় মরে যাওয়াই ভালো। ’ শুধু মেয়ে হয়াতে এটা কি সাবিয়ার অপরাধ। আর কত। ছবিটি ভালো মতো লক্ষ্য করুন।

ছবিটি মোল্লা আবদুর রবের ফেসবুক একাউন্ট থেকে নেয়া। ছবিটি দেখলেই এই সাংবাদিক সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন। কতটা নোংরা মানসিকতার হলে একটি লোকের পক্ষে এরকমটা সম্ভব। আরো এরকম ছবি আছে ঐ পশুর ফেসবুক একাউন্টে। একাউন্ট লিঙ্ক- সবাই প্লিজ যার যার অবস্থানে থেকে এ ন্যাকারজনক ঘটনার প্রতিবাদ করুন।

ছড়িয়ে দিন সবখানে। সমর্থিত সূত্রে জানা গেছে, এ ঘটনার এক মাস পূর্বে একি এলাকার আরো এক ছাত্রী আত্মহত্যা করে যার পেছনে ও ছিল এই দুই সাংবাদিক। আপনারা কি একে আত্মহত্যা বলবেন? না এ আত্মহত্যা নয়, নিখুঁত হত্যা। অবিলম্বে এই হত্যা দুটির বিচার দাবী করছি; নয়ত আজ অন্যের ঘরে ঘটেছে কাল এমন ঘটনা আমার আপনার ঘরে ঘটবে। প্লিজ দয়া করে চুপ থাকবেন না।

প্রথম আলো সংবাদের লিঙ্ক- ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.