আমাদের কথা খুঁজে নিন

   

পোস্ট সরিয়ে নিলাম

মানুষ মানুষের জন্য ফেসবুক ফ্রি টি শার্ট পাওয়ার নিয়মাবলি নিয়ে দুইটি পোস্ট দিয়েছিলাম । কতিপয় ব্লগাররা এর বিরোধিতা করায় পোস্ট সরিয়ে নিলাম । হয়তো আমি ভুল ছিলাম সেই জন্য । নতুন এই পোস্ট দিলাম তাদের জানানোর জন্য । ডিলেট করা পোস্টের কমেন্টে লিখেছিলাম ।

পোস্ট ডিলেট করার পর ভাবলাম, হায়রে কেমনে জানব ওনারা । জানি, এই পোস্ট আপনাদের অনেক বিরক্ত করছে । তারপরও না দিয়ে পারলাম না । ব্লগার এস.কে.ফয়সাল আলম ওই পোস্টে সবচেয়ে বেশী রাগ দেখিয়েছেন । রাগ দেখানোই স্বাভাবিক ।

তিনি আমার অত্যন্ত প্রিয় ব্লগার । তার এই পোস্টটা আমার খুব পছন্দের ছিল । অনেক খেটেছেন । আরও অনেক ভালো পোস্ট দিয়েছেন তিনি । তবে তারও দুই একটা পোস্ট কারো কারো বিরক্তের কারণ হতে পারে ।

যেমনঃ এই পোস্ট দেখুন । খুঁজলে আরও দুই একটা পোস্ট পাওয়া যেতে পারে এরকম । অবশ্যই আমরা বিরক্তিকর পোস্ট চাইনা । তবে বুঝব কেমনে কোনটা কার কাছে বিরক্তিকর ??? যাই হোক, ক্ষমা চাচ্ছি । তবে ফেসবুকের টি শার্ট টা সত্যও হতে পারে ।

প্রমাণ ছাড়া অনেকেই অভিযোগ করেছেন । আমি সত্যতা প্রমাণ করতে পারব না জেনে পোস্ট ডিলেট করে দিলাম । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.