কী এমন হয়, কোথায় কী এমন ওলটপালট হয়ে যায় একটিবার আমাকে বললে- ভালোবাসি;
জার্মানির মেগদেবারগ ওয়াটার ব্রিজ। । একটি নদী আরেকটি নদীকে ক্রস করাতে এই পানির ব্রিজটি তৈরি করা হয়। । জার্মানীর এলবি নদীর উপর অবস্থিত এই ব্রিজটি জার্মানীর ২টি গুরুত্বপূর্ণ শিপিং ক্যানেল এলবি-হ্যাভেল ক্যানেল এবং মিডল্যান্ড ক্যানেলকে সংযুক্ত করেছে।
। ৯১৮ মিটার লম্বা এই ব্রিজটি তৈরিতে খরচ হয়েছে মোট ৫০০ মিলিয়ন ইউরো। । ১৯৯৭ সালে এর নির্মান কাজ শুরু হয় আর শেষ হয় ২০০৩ সালে, অর্থাৎ মোট সময় লাগে ৬ বছর। ।
প্রশ্ন হল, ব্রিজের উপর পানি থাকে কি করে?.. অন্তত ব্রিজ চুইয়ে নিচে না পড়ুক, দুই পাস দিয়ে গড়িয়েও তো পরতে পারে..!!! আর, এত টাকা দিয়ে পানির ব্রিজ তৈরি করার কি এমন দরকারটা ছিল?..
(উত্তর জানতে চাইলে দুলাভাইরে জিগাইয়েন).. ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।