আমাদের কথা খুঁজে নিন

   

মাননীয়া বিরোধী দলীয় নেত্রী সমেপেসু।

অপমানের ভার বইতে না পারায় তরুণীর আত্মাহত্যা। প্যাপার খুল্লেই এমন নিউজ অহরহ। যেই অপমান জীবনভর টানতে হয় বা সাধারন চলতি জীবনটাকে যাপনেই অসম্ভব করে তুলে তখন তরুণী আত্ম বিসর্জন দেয়। আর কত অপমান কতকাল বহন করবেন মাননীয়া নেত্রী? আপনি তো সেই নেত্রী যিনি আপসহীন। আপনি বীরাঙ্গনা।

আপনি জীবন্ত 71। আমাদের ভঙ্গুর গণতন্ত্রের অনন্য ভরসা। আপনিই আজকের আগামি, এটাই আমাদের চলতি প্রেক্ষাপট অনুযায়ী স্বাভাবিক। এই মুহূর্তে আপনি একাই এমন জনশক্তি ধারন করে আছেন যে কোন পরগাছার সাহারা আপনার দরকার নেই। মাননীয়া নেত্রী আর কতকাল জামাত শিবির নামের রক্ত চোষা বাদুরকে নিজ দলের রক্ত দিয়ে অসুরের দেহ দান করবেন? মাননীয়া আমরা এই অবুজ আম জনতা একটা ব্যপার ভেবে আতঙ্কিত হয় যে আজ তো আমরা বলি বিএনপি জামাত জোট কিন্তু এই গণেশ না উলটে যায়।

এই জামাত কোন দিন আপনার বা এই দেশের আপন হতে পারেনা কারন তারা তাদের গুরু আবুল আলা মউদুদির মতবাদ প্রতিষ্ঠায় যেমন ইসলামি পরিভাষার বিকৃতি ঘটাতে পারে তেমনি তারা রাজনৈতিক ভাবে প্রতিষ্ঠিত হতে যে কাউকেই ব্যবহার করতে পারে। মাননীয়া আমরা আমাদের চোখের সামনে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বাংলাদেশী জাতীয়তায় বিশ্বাসী দলটিকে জামাতের দ্বারা আচমকা ঘাতে অপঘাতে সমাপ্তি চাইনা। আপনি এই দেশের মানুষের। এই দেশ জনতা ও দল আপনার। তাই আপনার একটি সুবিবেচনা প্রসূত সিদ্ধান্তই এই অন্ধকার সময়তার নাশ ঘটিয়ে বাংলদেশি জাতীয়তাবাদী দলকে রাহুমুক্ত করতে পারে।

এই কামনাই করে এই দেশে ষোল কটি বহুদলীয় গণতন্ত্রকামী জনতা। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।