আমাদের কথা খুঁজে নিন

   

মাননীয়া প্রধান মন্ত্রী একুটু ভাবুন

সাহিত্য লেখক সেই ১৯৫৬ সালে কিশোর বয়সে একটা গান গাইতাম। গানটি লিখেছিলেন মরহুম বি.ডি. হাবিবুল্লাহ " তোমরা ভোট দিওরে নৌকার বাক্স দেখিয়া, তুফানে তরিল নূহু যে নৌকায় চরিয়া,তোমরা ভোট দিওরে আজও নৌকায় আছি কিন্তু হালে নৌকায় পানি দেখে ভাপছি পানি উঠলো কেন ? আপনি কি ভাবেন তা জানিনা তবে আমার ধারণা আপনার গনজগরনণর এমরান সরকারের জন্যই বাইন চুয়ে জল উঠছে । ঘণ জাগরণ না হলে আসিব মহিউদ্দিনের মত অনেকের লেখা ব্লক হতে চুরি করে জনগণকে জানাতোনা। হেফাজাতের নামে তালেবানের আর্বিভাব হতো না । বাংলা দেশ জোয়ার ভাটার দেশ।

সকালে জোয়ারে ভরে বিকালে ভাটায় টানে। প্রকৃতির একটি প্রভাব মানুষের উপরও পরেছে। হেফাজাতের জোয়ারে নদীতে ঝড় উঠছে। বেসিদিন থাকবেনা ভাটা আসবে । সবার আগে গণজাগরনের এমরানকে বাড়ি পাঠান।

নইলে ভাটা আসবেনা। আমি গ্রামে থাকি । খালেদা বা রাজাকারের জনপ্রিয়তা বাড়েনি জনগন হেফাজাতের উপর সহানুভুতিশীল হয়েছে। আসল ঘটনা না জেনে শুধু মাত্র রাগ দেখাতে নৌকায় ভোট দেয়নি । এবারের ৫টি সিটিতে ভোট হয়েছে অউমিলীগ বনাম হেফাজাতে ইসলাম( আমার ভাষায় হেফাজাতে তালেবান) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।