আমাদের কথা খুঁজে নিন

   

১৯৭১ সালে আমার বয়স যদি ১৪-১৫ হতো ..........

আজকের ছুটির দিনে আলসেমিতে কাটছিল তাই মুভি দেখছিলাম।অনেক দিন ধরে দেখব বলে , দেথা হচ্ছিল না তাই আমার বন্ধু রাশেদ মুভি টা দেখলাম। আর তখনই মনে হলো ১৯৭১ সালে যদি আমর বয়স ১৪-১৫ ও হতো আমি ও রাশেদ এর মতো যুদ্ধে যেতাম। ছবিটা অসাধারন লেগেছে। কিন্তু আমাদের দেশে এই রকম মুভি খুবই কম হয় এটাই আফসোস যাও দুই একটা হয় তার প্রচার এতই কম যে তা সাধারন মানুষের দৃষ্টি গোচর হয় না। তবে এই সব মুভি আমার মনে হয় দেশের সকল মানুষ কে দেখার সুযোগ করে দেওয়া উচিত .......... তবে ইমপ্রেস টেলিফিল্ম এই মুভি টা করেছে তার জন্য ধন্যবাদ........কিন্তু একটা বিষয় খারাপ লাগলো তা হলো তার মুভিটা বানিয়েছে সরকারী অনুদান নিয়ে... আজ পর্যন্ত সকল মুক্তিযুদ্ধের ছবি অনুদানে নির্ভরশীল কেন? ইমপ্রেস টেলিফিল্ম কি পারে না নিজের অর্থায়নে মুভিটি বানাতে?? লাক্স সুপার স্টার এর মতো প্রেগ্রামের লাভের একটি অংশ কি রাখা যায় না ??? ......................ভুল বানানের জন্য ক্ষমাসুলভ দৃষ্টি .......................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।