......... ২০১৫ সালের মধ্যে সমস্ত হোটেলে কন্ডোম ভেন্ডিং মেশিন বসাতে হবে। এই মর্মে নির্দেশ দিয়েছে চীন সরকার। চীনে এইচ আই ভি/এইডস এর প্রকোপ ক্রমাগত বেড়ে চলায় এই নির্দেশ সরকারের। এইডস’এর সংক্রমণ রুক্ষতে এইডস অ্যাকশন প্ল্যান নামের একটি কর্মসূচি শুরু করেছে চীন সরকার। যেসব ব্যক্তিদের মধ্যে এই রোগ ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি হচ্ছে তাঁদের কন্ডোম ব্যবহার করার সংখ্যা ৯০ শতাংশ করাই এই কর্মসূচির প্রাথমিক উদ্দেশ্য। চীনের হোটেলগুলির ৯৫ শতাংশতেই যাতে ২০১৫ সালের মধ্যে কন্ডোম ভেন্ডারিং মেশিন বসানো হয়ে যায় তাও দেখা হবে। একই সঙ্গে বিভিন্ন পাব্লিক প্লেসে যাতে এই ধরনের মেশিন বসানো হয় তার দিকেও নজর রাখতে বলা হয়েছে। বর্তমানে চীনে ৭.৮০ লক্ষ ব্যক্তির এইস আই ভি/এইডস ভাইরাসে আক্রান্ত। যাঁদের মধ্যে ১.৫৮ লক্ষএ ইডস-এর রোগী। সুত্র
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।