চট্টগ্রামের এক আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ৩০ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ১৪ জন তরুণী ও ১৬ জন পুরুষ রয়েছে বলে জানায় পুলিশ।
নগর পুলিশের উপ-কমিশনার বাবুল আক্তার জানান, সোমবার রাত ১২টার দিকে সিএমপির সদরঘাট থানা পুলিশ তাদের আটক করে।
সিএমপির সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে হোটেল সিলটনে অভিযান চালানো হয়। এ সময় হোটেলের বিভিন্ন কক্ষ থেকে তল্লাশি চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় ১৪ তরুণীসহ ৩০ জনকে আটক করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে চট্টগ্রামের বেশ কয়েকটি হোটেল দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছে। নগরীর আলকরণের সিলটন হোটেলটিও এ তালিকায় রয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।