আমাদের কথা খুঁজে নিন

   

ডিপ্লোমা প্রকৌশলীদের পদমর্যাদা দ্বিতীয় থেকে তৃতীয় শ্রেণীতে নামিয়ে দেওয়ায় তীব্র প্রতিবাদ জানাচ্ছি .......

যদি কোনো দিন দেশের উপকার নাও করতে পারি তবে দেশের ক্ষতি হয় এমন কিছু করবনা ... গতকাল বুধবার চট্টগ্রামে আধ ঘণ্টা ধরে সড়ক অবরোধ করেছেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সরকার কে সাবধান করে দিচ্ছি কারণ এর থেকে বড় প্রতিবাদ এর জন্য দেশের সকল সরকারী এবং বেসরকারী শিক্ষার্থীরা একত্রিত হতে পারে আর এর জন্য সাধারণ জনগণ যে দুর্ভোগ পোহাবে এর দায় ভার সম্পূর্ণ সরকারের ...... উন্নত বিশ্বের দিকে তাকালে বুজা যায় তারা কারিগরী শিক্ষাকে কতটুকু গুরত্ব দিচ্ছে .... জাপান , চীন , সিঙ্গাপুর , জার্মানি , মালশিয়া , তাইওয়ান , আরো অনেক দেশ আছে যারা আজ টেকনোলোজি তে সয়নসম্পূর্ণ .....জাপানের কথাই ধরুন কয়েক মাস আগেই তারা যে পাক্রিতিক দুর্যোগ মোকাবেলা করেছে ..... তা একমাত্র সম্বব হয়েছে টেকনোলোজির বরাতে .... আমাদের দেশের সরকার নাকি দেশ ডিজিটাল এ রপান্তর করার আপ্রাণ (মরনপর) চেষ্টা চালাচ্ছে এখন সরকার দেখচ্ছি নিজেই ডিজিটালে টালমাটাল হয়ে যাচ্ছে ......যেখানে সরকার কারিগরী শিক্ষায় পড়ালেখার জন্য আগ্রহ সৃষ্টি করার কথা কিন্তু আমরা এর উল্টো চিত্র দেখচ্ছি .... অনেক আশা ছিল ছোট ভাই কে ডিপ্লোমায় ভর্ত্তি করাব.... আমার ভাই এর ও খুব আগ্রহ ছিল কিন্ত এখন তা সম্বব না ....একজন শিক্ষাথী ৪ বত্সর (ডিপ্লোমা) পড়ালেখা করে যদি ২ বত্সর(ইন্টার) এর মান পায় তাহলে আমার মতে ২ বত্সর পড়ালেখা করাই ভালো .....সোজা হিসাব তাই চিন্তা করেছি ছোট ভাই কে ইন্টার এ ভর্তি করাব .... যত দিন এই দেশে আবুল মার্কা মন্ত্রী থাকবে ততো দিন দেশ ডিজিটাল থেকে এনালগ কনভার্ট হতে থাকবে ... আবাল তোরা এইবার মানুষ হ ......... Click This Link

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.