দ্য বেঙ্গলি টাইমস ডটকম ডেস্ক
সৌরশক্তিচালিত নৌকায় বিশ্বভ্রমণ করে রেকর্ড করা হয়েছে। বিশ্বভ্রমণে সময় লেগেছে ৫৮৪ দিন। জলবায়ু পরিবর্তন সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ সময়ের মধ্যে ৩৭ হাজার ২৮৬ মাইল নৌপথ ভ্রমণ করে নৌকাটি মোনাকোতে পৌঁছেছে। এপি জানায়, মেসার্স টুরেনর প্লানেটসোলার নামের এই নৌকাটিতে বিশ্বভ্রমণের সময় এর ক্রুরা জ্বালানি নিয়ে উদ্বিগ্ন ছিলেন না। তবে তাদের ভয় ছিল কয়েক শতাব্দীর প্রাচীন জলদস্যুতা।
ক্রুরা দীর্ঘ এক মাসেরও বেশি সময় খুবই ভয়ের মধ্যে ছিলেন। ৩৯ বছর বয়স্ক ক্যাপ্টেন রাফায়েল ডমিয়ান বলেন, ‘পাঁচটি গিঁটবিশিষ্ট সৌরচালিত নৌকায় আমরা ইয়েমেন ও সোমালিয়া পরিভ্রমণের সময় আমাদের মনে হয়েছে, আমরা জেলে যেতে পারি কিংবা মুক্তিপণের জন্য বন্দি হতে পারি। ’ অবশ্য তাদের সঙ্গে সশস্ত্র সৈনিক ছিল।
রাফায়েল বলেন, জলবায়ু পরিবর্তন সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি ছাড়াও খ্যাতনামা লেখক জুলস বার্নের ‘টুয়েন্টি থাউজ্যান্ড লিগস আন্ডার দ্য সি’ বইটি পড়ে তিনি এই অনন্যসাধারণ ভ্রমণে উত্সাহিত হয়েছেন।
প্লানেটসোলার ১১৫ ফুট লম্বা ও ৭৫ ফুট চওড়া।
এই নৌকাটি এ ধরনের ভ্রমণের জন্য এর আগের অন্যান্য নৌকার চেয়ে আকারে ছোট।
রাফায়েল বলেন, তিনি আরও কম সময়ের মধ্যেই ভ্রমণ শেষ করতে পারতেন। তবে সৌর জ্বালানি ব্যবহারে উদ্বুদ্ধ করতে তাদের নৌকাটির সৌর জ্বালানি দেখাতে বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবেই যাত্রাবিরতি করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা জানি যে, জলবায়ু পরিবর্তন আমাদের সভ্যতার জন্য একটি চ্যালেঞ্জ। আমাদের সুযোগও রয়েছে এবং আমাদের আশাবাদী হতে হবে।
’
রাফায়েল বলেন, পরিবেশ বিষয়ে সচেতনতা সৃষ্টির পাশাপাশি এই ভ্রমণে মোটরচালিত নৌকার মতো কোনো শব্দদূষণ ও কম্পন ছিল না। বন্যজীবন ও ডলফিন দেখতে হলে এই ভ্রমণ যে কোনো সাধারণ নৌকার চেয়ে অনেক ভালো।
তথ্যসূত্র-
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।