বাংলাদেশে নির্মিত হয়েছে সূর্যের আলো ব্যবহার করে চলতে পারবে এমন নৌযান। নির্মাতা এর নাম দিয়েছেন সূর্যকন্যা। মাল্টিহালড ক্যাটাম্যারান টাইপ এই ভেসেলটির দৈর্ঘ ১০ ফুট, প্রস্থ ৪ ফুট। বহনক্ষমতা ২৫০ কেজি। তিনজন যাত্রী পরিবহনে সক্ষম এই যানটির ওজন ১৪০ কেজি।
সূর্যকন্যাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন এর প্রতিটি অংশ খুলে ফেলা যায় এবং সহজে পরিবহন ও স্টোর করা যায়। বাড়ির উঠানে, ছাদে, বারান্দায় বা স্টোররুমে সহজেই এর জায়গা হয়ে যাবে। আবার নদীতে নিয়ে জুড়ে দেয়া যাবে ১৫ মিনিটেই। ফলে অ্যাডভেঞ্চারার ও রিসার্চারদের জন্য এটা খুবই উপযোগী। সূর্যের আলোতে চলে বলে জ্বালানী খরচ নেই, পরিবেশের জন্যও ক্ষতিকর নয়।
সুর্যকন্যার সর্বোচ্চ গতি ঘণ্টায় ১০ কিমি। মজার ব্যাপার হল যে, দিনে প্রায় ৯ ঘণ্টা চলতে সক্ষম এই নৌযানটি তৈরি করা হয়েছে ঘরে বসে।
সূর্যকন্যার ভিডিও ও ছবি দেখা যাবে এখানে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।