বিশ্বের প্রথম সোলার হেলিকপ্টার তৈরি করেছেন বাংলাদেশী বংশোদ্ভূত বিজ্ঞানী ড. হাসান শহীদ। তার তত্ত্বাবধানে কুইনমেরি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এমন হেলিকপ্টার উদ্ভাবন করেছেন যা শুধু সৌরশক্তি দিয়ে চলবে। এই সোলার হেলিকপ্টারের বিশেষত্ব হলো, এটি কোনো ধরনের ব্যাটারির সাহায্য ছাড়াই শুধু সৌর শক্তির সাহায্যে চলবে। কুইনমেরি ইউনিভার্সিটি অব লন্ডনের মাস্টার্সে অধ্যায়নরত ৭ শিক্ষার্থীর সমন্বয়ে উদ্ভাবিত সোলার হেলিকপ্টারটি প্রুফ অব কনসেপ্ট পেয়ে এখন চূড়ান্ত অনুমোদনের দ্বারপ্রান্তে। হেলিকপ্টারটির উদ্ভাবনী দলে রয়েছেন আরেক ব্রিটিশ বাংলাদেশী শাকির আহমেদ। নতুন এই হেলিকপ্টারের নাম দেয়া হয়েছে ‘সোলারোকপ্টার’।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।