http://www.somewhereinblog.net/blog/Paranoid হঠাৎ আমার ইচ্ছে হল বলতে তোমায় হঠাৎ আমার ইচ্ছেগুলো অবিনাশী হঠাৎ করেই ধুসর দুপুর সবুজ নামায় হঠাৎ করেই শহরটা আজ ভীষণ খুশি! হঠাৎ করেই লোকাল বাসে শ্যামলিমা হঠাৎ করেই পোড়া পেট্রল সুগন্ধী আজ হঠাৎ করেই মরা নদীতে দূর নীলিমা সন্ধ্যাকাশে নীল পাখি, শ্বেত মেঘেদের সাজ। হঠাৎ করেই নামল পথে শিশুদের দল হ্যামিলনের বাঁশিঅলা পালিয়ে বাঁচে! হঠাৎ হারায় মিথ্যেবাজী, খলেদের ছল ন্যুব্জ এই জীবন বাঁচে নতুন আঁচে। আমার এমন ইচ্ছেগুলো তোমায় দেবো, আমার সকল গানের সুরে ভাসবে তুমি আমরা দুজন, স্বৈরশহর বশ মানাবো ইচ্ছেট্রেনে পৌঁছে যাবো স্বপ্নভূমি...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।