সম্পুর্ন বোকা হঠাৎ করে মনে হল, আজ তোমায় ছোব
খুলে দেখব দরজার এপাট ওপাট। ।
হঠাৎ করে মনে হল
তুমি বাশী...
এক ছিদ্রের,মাটির বাশী
সুর তুলতেই খুলে যায় কপাট। ।
সুরের তালে আগুন ঝড়ে
তারে জড়ান তুমি
দিক বিদিক রঙিন ফুল
তারা গুনি আমি।
।
হঠাৎ করে মনে হল
আজ আমাকে ছোব
আমার মত করে,
নিজের সুখ নিজে নিব
আস্তাকুড়ে পড়ে। ।
হঠাৎ করে চেযে দেখি
স্বপ্ন হল ভাগার
ইশ্বর আমায় ছুয়ে দিল
তুমি হলে অপার। ।
আগুন ঝড়া বাশীতে
স্বপ্ন পোড়া হাসিতে
ভেঙে যায় সাধের বাশী,
অবশেষে বুঝলাম..........
বাশীর মত তোমাকে ছোয়া
হায়..!!!
তুমি অন্য সুরের রাশি
বাশীর চেয়েও সর্বনাশী। ।
অধম আমি
তবুও ভালবাসি...........
তারিখ: ০৪/১১/২০১১
জাকির হোসেন শামীম ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।