আমাদের কথা খুঁজে নিন

   

হঠাৎ হঠাৎ সাম্প্রতিক মন্তব্য আর অনলাইনে আছেন যারা হারিয়ে যাওয়া ; কর্তৃপক্ষ সাম্প্রতিক মন্তব্য সংখ্যা কি বাড়ানো যায় ??

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

সামহোয়ার ইন-এর তৃতীয় সংস্করণে ধীরে ধীরে অভ্যস্ত হয়ে উঠছি । এখন পযর্ন্ত সবচেয়ে ইনজয় করেছি ৎ লেখতে পারায় । গ্রুপ ব্লগিং, সর্বোচ্চদের উধাও করা এসব নিয়ে বিতর্কের অবকাশ আছে এবং থেকে যায় ।

আর আমার মন্তব্য হলো গ্রাফিক্স এর বিষয়ে আরো একটু মনোযোগ দেয়া যায় কিনা । আর কি কি ভালো লেগেছে সে বিষয়ে বলার জন্য অনেকে রয়েছে । আমি শুধু আমার দৃষ্টিতে সমস্যা গুলো বলছি । সীমিত সাধ্য আর সামর্থের মধ্যে সামহোয়ার এগিয়ে চলছে । যতদূর জানি এখন পর্যন্ত এটি কমার্শিয়াল ভেঞ্চার নয় ।

তার মধ্যে অনেকটা ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো সামহোয়ার নিঃসন্দেহে বাংলা ব্লগিং এ মাইলফলক হিসেবে কাজ করবে । বাংলায় ব্লগিং কে একরকম জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে সামহোয়ার এখনও যেভাবে কাজ করে যাচ্ছে সেজন্য প্রশংসার দাবীদার । কিন্তু শুধু প্রশংসা আর ধন্যবাদ দিয়ে তো পেট ভরে না তাই সামহোয়ারকে ব্যবসা সফল করতে কর্তৃপক্ষের সাথে ব্লগারদের ও আমার মনেহয় এগিয়ে আসা উচিত । অবশ্য একবার আরিল বলেছিল যে তিনি ব্লগারদের অর্থ আয় আর সাথে সামহোয়ার কর্তৃপক্ষও কিছু অর্থ আয় করতে পারেন সে বিষয়ে কিছু পরিকল্পনা করছেন আর সেই পরিকল্পনাগুলো শেয়ার করেছিলেন । সে অবধি সেগুলো কি পরিকল্পনাই থেকে গেল কিনা আমার জানা হয়নি ।

বর্তমান সংস্করণে একটি ছোট্ট সমস্যা চোখে পড়ছে , তা হলো হঠাৎ হঠাৎ সাম্প্রতিক মন্তব্য আর অনলাইনে আছেন যারা হারিয়ে যায় । আবার রিফ্রেশ মারলে হয়তো চলে আসে । বুঝতে পারছিনা এটা কি আমার পিসি-র সমস্যা নাকি সামহোয়ারের !! সে বিষয়ে যদি অভিজ্ঞরা একটু বলতেন । আর কারও চোখে কি এই সমস্যা পড়েছে ?? আগে সাম্প্রতিক মন্তব্য সংখ্যা বেশী ছিল । কিন্তু বর্তমানে আবার বেশ আগের মতোন ১০টি মন্তব্য দেখার সিস্টেম করা হয়েছে ।

এবিষয়ে অনুরোধ সাম্প্রতিক মন্তব্য সংখ্যা কি বাড়ানো যায় ?? তবে একসাথে অনেকগুলো মন্তব্য দেখা যেত । আর সেটা করাও বোধহয় সম্ভব । কেননা সাম্প্রতিক মন্তব্যের নিচে ন্তুন ব্লগ ছাড়া তো আর কিছু নেই । সব কিছুর পড়েও নতুন সামহোয়ার, ৩য় সংস্করণের সাম হোয়ার এশব্দে , জটিলস্ ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।