আমরা সেই দেশে বসবাস করি যে দেশে প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হবার জন্য শিক্ষাগত যোগ্যতার কোন মাপকাঠি লাগে না । পৃথিবীর অন্যকোন দেশে নিয়মটি কেমন তা আমার জানা নাই, তবে এটুকু বলতে পারি হনুমানের হাতে খুন্তা দিলে সে অনবরত গর্ত করে চলে। আমাদের দেশে যেন ঠিক তাই আছে। স্নাতক পাশ একজন প্রধান শিক্ষককে নিয়ে কাজ করবে অথচ বেশিরভাগ প্রাথমিক বিদ্যালয়গুলিতে সভাপতি আন্ডারম্যাট্রিক । শুধু তাই নয় দল পাল্টানোর সাথে সাথে পাল্টে যায় সভাপতি,ভাবটা এরকম যে যিনি আগে ছিলেন তিনি একেবারেই অযোগ্য।
প্রকৃত অর্থেই তাই। বেশিরভাগ সভাপতিই আসলে অযোগ্য। তাদের নিয়োগের জন্য অবশ্যই শিক্ষার মাপকাঠি থাকতে হবে। আমার পরিচিত একজন হাইস্বুলের প্রধান শিক্ষক একদিন দু:খ করে বললেন তার সভাপতি নিজের নাম লিখতে পারে না । আমার এ লেখায় কারো দ্বিমত থাকলে বলুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।