নিজকে আজও আবিষ্কার করতে পারিনি। সময়টা বড় খারাপ ।
অসময়ের আকাশ সাঁতরানো ক্লান্তিতে,
অকালের জল ঢেলে তৃষ্ণা মেটায়।
জৈষ্ঠের প্রখরতায় বসন্তের গল্প শুনায় ।
শত আঁধার ডিঙ্গিয়ে, তার আবির্ভাব
অমা-মুখোশধারী বিটখিটে রাতে।
যে রাত, অশ্লীল নর্তকীর ঘামে ভেজা
স্যাঁতসেঁতে দেহের কামনায়
অর্ধ-নগ্ন হয়ে বসে আছে শয্যা সাজিয়ে।
আঁধারের চাঁদরের তলে ভাঙ্গবে খেলাঘর ।
সত্য মিথ্যার আলিঙ্গনে জন্ম জারজকাল
তার উদরে জন্ম নগ্ন সন্ন্যাসীদের
দাবি পতিতালয় ছাড়া কি হবে ।
নিষিদ্ধ পল্লীর নারী নিয়ে দাঙ্গায়
সহোদরের শিরোচ্ছেদ অতি তুচ্ছ ।
কে জানে হয়ত বিকিয়ে দেয়া
বোনের শয্যায় হবে নগ্ন আবির্ভাব ।
সরীসৃপের মত বিচরন করে, বিষ ঢেলে,
বিষে বিষাক্ত করবে তার বক্ষ ।
জিম্মি মাতৃত্বের কাছে বন্দী
শতশত প্রাণ পতঙ্গের মত পদপৃষ্ঠে দলে
ঈশ্বরের দোহাই দিয়ে
তারা শয়তানের কপালে চুমু খায় ।
আর গঙ্গা জলতো অবৈধ মিলনের বীর্য,
সে বীর্যে তাদের কত ধর্মের জন্ম
অবোধ বালকের মত ধর্মের দোহাই
ভেঙ্গ করে ধর্মশালায় কেটেছে সীধ।
কাঁমাড়খানায় পবিত্র কোরআন তেলাওয়াত
বড়ই অর্থহীন বাতুলতাও বইকি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।