সমস্ত প্রাগ কথন,,অনির্ধারিত কিছু শব্দ..
একটা শিশু মুচকি হাসে
রাস্তায় তার জীবন কাটে
নগ্ন রাস্তা নগ্ন তুমি
শিশুর কান্না নগর জানে
পা চাটা কুকুর গুলো
আদর দিচ্ছে মানুষ গুলো
কুকুর আবার রোগাগ্রস্ত
কানদে মুনিব বিকার গ্রস্ত
একটা শিশু একটু হাটে
তলপেটে ক্ষিধা লাগে
মারছে লাথি শিশুটিকে
তোমাদের এই শহরটাতে
ল্যাংটি কুকুর নাচছে দেখ
বুজ্জুয়াদের বুকের পরে
কাদছে শিশু খাচ্ছে সাথে
ময়লা ফেলার জন্জালটিতে
অনেক শ্রাবন বৃষ্টি বিভোর
কাথার নিচে আরাম নিথর
যন্ত্র মানব কুকুর দানব
একটি শিশূ ভিজছে বিভোর
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।