নগ্ন সে রাত
কাক ডাকা ভোরে স্বপ্ন দেয় ডুবন্ত তারা
আমি জেগে থাকি। তোমার আশায়-
নগ্ন সে রাত ক্লান্ততা দেয় নি
চেয়েছে উপরোপর কিছু প্রশ্নের জবাব,
পুরনো সেই তক্তপোষে শরীরটা এলিয়ে
গত পাঁচ বছরের মত কল্পনা করেছে মন
মাঝে মাঝে তিমির হেনেছে মেঘ ঢাকা চাঁদ
আমি বিদ্যুত বাতি নিভিয়ে দেয় নি।
তিমিরে তোমার অদৃশ্য বাহু যদি খেলা করে
হলের জনাকীর্ণ এই ধূলোয় ভরা ঘরে!
তৃ্তীয় পাণ্ডবকে যেমন ধরেছিলো উলূপী
সরস্ব্তী নদীর বেগময় স্রোতে
সাপকন্যা উলূপী,তুমি জানি চেনো নি তারে
তুমি তো দমকা হাওয়া,অস্পৃশ্যের কঠোরতা!
মুখের এ প্রলাপ আর মনের কল্পিত কথা
পাঁচ বছরের হিসাব নিকাশ স্বচ্ছতা দেয় না।
তাই মধ্যরাতে তোমার স্মৃতি হানা দিলে
নগ্ন তিমিরে দেই না ঠাঁই আলোয় আনব বলে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।