গল্প আমরা মাঠে ক্রিকেট খেলতেছি এমন সময় তবলীগ জামাত এর এক দল আমাদেরকে বিনীত অনুরোধ করে বলল- আপনারা এদিকে একটু আসেন কিছু কথা বলল। তখন আমরা এসে গোল হয়ে দাড়িয়েছি। তবলীগ জামাত এর এক লোক বয়ান (কথা) শুরু করল- ভাই, আমরা যে দাড়িয়েছি আমাদের ভিডিও হচ্ছে। আমাদেরকে ব্যবসার জন্য টেক্স দিতে হয়। বিদ্যুৎ এর বিল দিতে হয়।
পানির বিল দিতে হয়। কিন্তু আমাদেরকে কোন দিন অক্সিজেন এর জন্য বিল দিতে হয়না। সুতরাং আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার।
এই যে, আপনারা ক্রিকেট খেলছেন, অনেকের ভাগ্যে মাঠে আসার শক্তিটুকু নেই। আল্লাহ আপনাদেরকে সুস্থ রেখেছে বলে মাঠে এসে খেলতে পারছেন।
সুতরাং আমাদেরকে আল্লাহর রাস্তায় সময় ব্যয় করা দরকার। যে কোন কিছু থাকতে হিসাব করে ব্যয় করা দরকার। অল্প দিনের দুনিয়া ভাই। এই লোকের এক দিন আপনাদের মত বয়স ছিল। এখন দাড়ি সাদা হয়েছে।
আমাদের সাধ্য নাই ওনার দাড়ি সাদা করার। আমাদেরও বয়স হলে এক সময় হয়ত দাড়ি সাদা হবে। আমাদের পূর্বের মানুষের মত আমরা এক দিন দুনিয়াতে থাকব না। আমাদের নবী শেষ নবী আমাদেরকে ইসলামের দাওয়াত দিতে বলেছেন। সুতরাং সুস্থ থাকতে আল্লাহর রাস্তায় কিছু সময় দিতে রাজি আছেন? আমরা হাত তুলে সমর্থন করছি।
তারপর খেলার সময় কথা শুনার জন্য জামাত এর দল আমাদের কাছে ক্ষমা চেয়ে বিদায় নিল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।