আমাদের কথা খুঁজে নিন

   

তবলীগ জামাতের কিছু কর্মীদের একটি ভুল : দাওয়াত দেওয়া হলে শয়তান থাকে না।

যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি

আযানের আওয়াজ পেলে শয়তান ভাগে । আযান তো দাওয়াতে তা-ম্মা , পরিপূর্ন দাওয়াত । অন্য যে কোন দাওয়াতেও কি শয়তান ভাগবে ? না এমন কথা কোথাও বলা নেই। তবে শয়তান সব মানুষের সথে সবসময়ই আছে -থাকবে সেটা বলা আছে । শুধু রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শয়তান তওবা করে ফেলেছিল। আর কেউ তো শয়তান থেকে নিরাপদ না। দাওয়াত দেক বা না দেক শয়তান সব সময়-ই শিরায় শিরায় চলে, রগে রগে চলে! এক বুজুর্গের ঘটনা বলা হয় তার এন্তেকালের সময় ছেলেরা কলেম তালকিন করছিল, আর তিনি বলছিলেন এখনও না! এখনও না !! খানিক পর ওনার কিছুটা হুশ এলে ছেলেরা একথা বাবাকে জানায় । তখন বুজুর্গ বললেন আমার কাছে শয়তান এসে বলছিল " তুই তো আমার হাত থেকে বেচে গেলি!" আমি তাকে বললাম এখনও না, এখনও না !

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।