আমাদের কথা খুঁজে নিন

   

তবলীগ বিরোধীদের সমস্যা কোথায়??

তবলীগে জামাত এর বিরোধিতা করে কিছু শয়তানের চ্যালা হরহামেশাই কটুকথা বলছে এই ব্লগে। আমি বুঝি না এদের সমস্যা কি? নিজেরা নিজেদের ঈমান সামলে চললে অন্যরা কে কি করছে সেটা খেয়াল হওয়ার কথা না। এদেরকে ইসলামের ঠিকাদারের চাকরী কে দিয়েছে? এরা কি নিজেরা পাচ ওয়াক্ত নফল নামাজ পড়ে জীবনে? জিকির করে? জাগতিক ইচ্ছাকে দমন করে আল্লাহর পথে চলে? এদের বেশীর ভাগের ব্লগ খুললেই দেখি হ্যান খারাপ ত্যান খারাপ বলে এরা চিল্লাচিল্লি করছে। ইসলাম নিয়ে এদের এতই চিন্তা, এরা কি তাদের আশে পাশের প্রতিবেশীদের খবর রাখে? মুমিন মুসলমান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আগে কাজ করে, নিজেদের পাপ শোধরানোর জন্য নামাজে হাত তুলে দোয়া করে। তাবলীগের জন্য আমার মত শত শত বেনামাজী আজ নিয়মিত নামাজ পড়ছে, মসজিদে গিয়ে ঈমামের কাছ থেকে বয়ান শুনছে, এইসব গীবতকারীদের এত সময় থাকে ব্লগে ব্লগে পইড়া থাকার, এরা নামাজ পড়ে কখন?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।