আমাদের কথা খুঁজে নিন

   

দেশের এখন যে অবস্থা খাইতে গেলে বিষ, কইতে গেলে পুলিশ, শুইতে গেলে খুন , বাইরে বের হইলে গুম।

প একটু ঘুরিয়ে বলি- একদিন পাবলিক বাসে প্রচন্ড ভীর ।অনেক লোক দাড়িয়ে আছে তবু শন্ডা মার্কা এক লোক দুটি সিট দখল করে একাই বসে আছে এবং তার পাশেই দাড়িয়ে আছে একজন চ্যাংড়া টাইপের পোলা। দুইজনের কথোপকথন শুরু হোলো- চ্যাংড়া ঃ সালামালাইকুম ভাইজান। শন্ডা ঃ আলাইকুম সালাম। চ্যাংড়া ঃ ভাইজান কি আওয়ামীলিগ করেন ? শন্ডা ঃ না ! চ্যাংড়া ঃ মামা চাচাড়া কেউ আওয়ামীলিগ করে ? শন্ডা ঃ না চ্যাংড়া ঃ পাড়া প্রতিবেশী কেউ কি আওয়ামীলিগ করে ? শন্ডা ঃ না ? চ্যাংড়া ঃ ভাইজান কি বিয়া করছেন ? শন্ডা ঃ আরে মিয়া পরিবারের মধ্যে হাত দেন কেলা ? চ্যাংড়া ঃ না মানে জিগাই আর কি শালা সমন্দিদের মধ্যে কেউ আওয়ামীলিগ থাকবার পারে শন্ডাঃ নাই চ্যাংড়া ঃ ইমানে কন শন্ডা ঃ কইলাম তো চ্যাংড়া ঃ তইলে হালায় সোজা হই বয়। হালায় মাইনছে বইবার পারেনা হালায় চেগাই বইয়া রইচে। সোজা হ ! নই ঠেংগের নলি ভাইন্গা বাসের থেকে ফেলাই দিমু শন্ডা ঃ এই দেশে এখন আওয়মীলিগ ছারা যারা আছেন তারা মানুষ না। এইদেশ আওয়ামীলিগের বাপের দেশ ওরা যা খুশি তাই করবে। আপনি আমি বলার এখানে কে ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.