আল মামুনের ব্লগ
ম্যাট কুপারের সাথে আমি
গতকাল (১৬ই মে, ২০১২) বিকেলে গুলশান ১ এ অবস্থিত ইমানুয়েলস বানকেট হলে অনুষ্ঠিত হয়ে গেল ওডেস্ক কনট্রাক্টর এপ্রেসিয়েশন ডে। বাংলাদেশের প্রায় চারশত (৪০০) ওডেস্ক কন্ট্রাক্টরকে আমন্ত্রণ জানানো হয়েছিলো। তাদের মধ্যে প্রায় পঁইত্রিশ (৩৫) জনকে টেবিল লীড হিসেবে নির্বাচিত করা হয়, যারা "ওডেস্ক কনট্রাক্টর এপ্রেসিয়েশন ডে" তে ১০ জনের এক একটি গ্রুপের লীড হিসেবে থাকবেন। তাঁরা বিভিন্ন বিষয়ে আলোচনা এবং নিজ নিজ টেবিলের ওডেস্কারদের প্রশ্নের উত্তর প্রদান করবেন। টেবিল লীডরা কিভাবে সক্রিয়ভাবে অংশগ্রহন এবং প্রানবন্ত করতে পারে, এই বিষয়ে দিক নির্দেশনা প্রদানের জন্য গত ১৫ই মে, ২০১২ ম্যাট কুপার, ভাইস প্রেসিডেন্ট অফ অপারেশনস, ওডেস্ক এবং মনিকা চোও, ওডেস্কের কনট্রাক্টর মার্কেটিং, ওডেস্ক উত্তরায় অবস্থিত পিজ্জা ইন রেস্টুরেন্টে এক নৈশভোজের আয়োজন করেন।
ঐ নৈশভোজে আমি একজন টেবিল লীড হিসেবে আমন্ত্রিত হয়েছিলাম।
অনুষ্ঠানটি সন্ধ্যা ৭:৩০ মিনিটে শুরু হয়, তবে সবাই ৭ টার মধ্যে চলে আসেন। আমরা সবাই অনেক এক্সসাইটেট ছিলাম। প্রথমে ম্যাট এবং মনিকা সকলের সাথে পরিচিত হয়। ম্যাট প্রথমে শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং তিনি খুবই এক্সসাইটেট ছিলেন পরেরদিন (১৬ই মে) এপ্রেসিয়েশন ডে অনুষ্ঠানটির জন্য।
মনিকা চোয়ের সাথে আমি
এরপর মনিকা তাঁর শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং তিনি বাংলাদেশ ও বাংলাদেশের ওডেস্কারদের অনেক প্রশংসা করেন। তিনি খুবই আনন্দিত বাংলাদেশে আসতে পেরে।
পালাক্রমে ম্যাট এবং মনিকা সবার সাথে আলোচনা করেন, এবং বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন। তাঁরা খুবই ধৈর্যের সাথে সবার কথা শোনেন এবং সবার প্রশ্নের উত্তর প্রদান করেন।
গ্রুপ ফটো সেশন
অনুষ্ঠানটির শেষদিকে গ্রুপ ফটো সেশন হয়, আনুমানিক রাত ৯:৩০ টার দিকে অনুষ্ঠানটি শেষ হয়।
অনুষ্ঠানটির কো-অরডিনেটর ছিলেন সাইদুর মামুন ভাই।
এটি আমার জন্য একটি চমৎকার অভিজ্ঞতা ছিল। এতদিন ওডেস্কে কাজ করেছি, ঐদিন তাদের বড় কর্মকর্তাদের সাথে সাক্ষাত ও আলোচনা করতে পেরেছি। আর অনেক ওডেস্কারদের সাথে পরিচিত হতে পেরেছি, তার কিছুটা আপনাদের সাথে শেয়ার করলাম। সামনে "ওডেস্ক কনট্রাক্টর এপ্রেসিয়েশন ডে" এর কিছু অভিজ্ঞতা শেয়ার করবো ইনশালাহ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।