আমাদের কথা খুঁজে নিন

   

দেশে কোন কিছুকে হিট করার সবচেয়ে সহজ উপায় হল জিনিসটা নিষিদ্ধ করে দেয়া।

নিজে সুখে থাকুন প্রিয়জনকে সুখে রাখার চেষ্টা করুন # ঘটনা ১ : একবার এক স্বনামধন্য ওষুধ কোম্পানীর একটি ওষুধ বাজারে এসছিল, যার কার্যক্ষমতা কম হবার কারনে ওষুধটি ব্যবসা করতে পারছিল না। এমন সময় এক সংবাদপত্রে খবর এলো যে এই সিরাপ খেলে নেশা ধরে, মানুষ যেন এই ওষুধ না খায়। হায় খোদা! এরপর আর অই ওষুধের ব্যবসা থামায় কে! তর তর করে বিক্রি হতে থাকে বোতলের পর বোতল। # ঘটনা ২ : আমরা ছোট থাকতে দেশে প্রথম এনার্জী ড্রিঙ্ক চালু হয়। প্রথম প্রথন এই এনার্জী ড্রিঙ্কগুলোর স্বাদ এতটাই বিদঘুটে ছিল যে এগুলো যদি কুকুরকে খাওয়ানো হত, কুকুরও বমি করে দিত।

স্বাভাবিকভাবে ব্যবসায় মাইর খেল প্রস্তুতকারকেরা। এমন সময় গুজব রটল যে এইসব ড্রিঙ্কে ৬% অ্যালকোহল আছে। ব্যাস, এতেই কেল্লা ফতে। পোলাপান নাক চেপে ধরে গেলা শুরু করে দিল এনা্র্জী ড্রিঙ্ক। স্বাদ যেমনই হোক, অ্যালকোহল যে বাংলালিঙ্ক দামে পাইসে এই খুশিতেই তারা আত্মহারা।

ফলাফল হিসাবে কোম্পানীগুলো হল লালে লাল। # ঘটনা ৩ : গুলশান বারিধারায় লুঙ্গী নিষিদ্ধ করা হয়েছে। এমনকী অত্র এলাকায় লুঙ্গী পরে ফেরীওয়ালা, রিকশাওয়ালাও প্রবেশাধীকার হারাইসে। আমি জীবনে কোনদিন লুঙ্গী পরি নাই, আমার কাছে পোশাকটা সবসময়ই অনিরাপদ মনে হয়। কিন্তু আজকে সত্যিই পরতে ইচ্ছা করছে।

আমার ধারনা শুধু আমার না, এই ইচ্ছাটা অনেকের মনেই উকি ঝুকি মারছে দেশে কোন কিছুকে হিট করার সবচেয়ে সহজ উপায় হল জিনিসটা নিষিদ্ধ করে দেয়া। [ Collected ] ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.