আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের জীবনযাত্রায় বিদেশী বিনিয়োগের প্রভাব-২

মোবাইল ফোনের মতো ইন্টারনেটও আগে সহজলভ্য ছিল না। বেশ চড়া মূল্যে ধীরগতির তারযুক্ত ইন্টারনেট সংযোগ পাওয়া যেত যা সবার পক্ষে ব্যবহার করা সম্ভব ছিল না। পরবর্তীতে টেলিকম কোম্পানিগুলো পর্যায়ক্রমে জিপিআরএস ও ইডিজিই প্রযুক্তির মাধ্যমে মোবাইল ফোনে ইন্টারনেট সার্ভিস চালু করে যা তথ্য-প্রযুক্তি সংশ্লিষ্ট থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই লুফে নেয়। বছর কয়েক আগে একটি দেশীয় ও একটি বিদেশী প্রতিষ্ঠানের হাত ধরে উচ্চগতির ওয়াইম্যাক্স ইন্টারনেট সার্ভিস চালু হয়। এদের মাধ্যমে রাজধানী এবং বিভাগীয় শহরগুলোতে স্বল্প মূল্যে উচ্চগতির ইন্টারনেট পৌঁছে যায়।

তরুণ প্রজন্ম এখন ইন্টারনেটে একে অন্যের সাথে যোগাযোগ রক্ষা করছে, আউটসোর্সিং করে বৈদেশিক ডলার দেশে আনছে এবং বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ঘটনায় ব্লগে-সোশ্যাল নেটওয়ার্কে আলোচনা-সমালোচনার মাধ্যমে নিজ নিজ অবস্থান তুলে ধরছে। এ তো গেল দু-একটি উদাহরণ। আমাদের সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক পরিমণ্ডলে বৈদেশিক বিনিয়োগের আরও অনেক উল্লেখযোগ্য প্রভাব আছে। বিদেশী প্রতিষ্ঠানগুলো এদেশে তাদের উৎপাদন কার্যক্রম চালু করছে, উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি নিয়ে আসছে, দেশের কর্মসংস্থান বাড়ছে। তাদের পণ্যের সাথে পাল্লা দিতে দেশীয় পণ্যের মানোন্নয়ন ঘটছে।

বিদেশী বিনিয়োগে ব্রিজ, ফ্লাইওভার, রাস্তাঘাট এবং অবকাঠামো নির্মাণ হচ্ছে। পরিকল্পিত নগরায়নে বিদেশী প্রতিষ্ঠান বিনিয়োগ করতে আগ্রহী হচ্ছে। সামাজিক দায়বদ্ধতার খাতিরে তারা দেশের সাংস্কৃতিক উৎকর্ষে অবদান রাখছে। বছরব্যাপী বিভিন্ন উৎসব-পার্বণে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন, দেশের প্রতিষ্ঠিত শিল্পীদের থেকে শুরু করে তৃণমূল শিল্পীদের স্পন্সর করা, তাদের পণ্যের প্রচারাণায় দেশীয় সংস্কৃতির উপাদান ব্যবহার করা এবং তরুণদের মধ্যে তা ছড়িয়ে দেয়া ইত্যাদির মাধ্যমে সংস্কৃতির লালনে তারা ভূমিকা পালন করছে। সুতরাং, এটা অনস্বীকার্য যে আমাদের সামগ্রিক জীবনযাত্রায় বিদেশী বিনিয়োগ এখন সুদূরপ্রসারী প্রভাব বিস্তার করেছে।

বাইরের বিনিয়োগকারীরা এদেশে আসতে উৎসাহী হলে আমাদেরই লাভ। বর্তমান বিশ্বায়নের যুগে বিদেশী বিনিয়োগকারীদের মূল লক্ষ্যই তাকে বাজার বিস্তার এবং মুনাফা অর্জন এবং তার থেকে যদি আমাদের নিজেদেরও লাভবান হওয়ার সুযোগ থাকে তাহলে সে সুযোগ আমরা কেন নিব না? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।