আমাদের কথা খুঁজে নিন

   

ফালুর টিভির লন্ডন স্টুডিও ও অফিস উদ্বোধন কাল- কিছু প্রশ্ন?

সত্য আর মিথ্যার মধ্যে নিরপেক্ষতা নয় ১) লণ্ডনে বাড়িভাড়া কতো ? ২) বাংলাদেশে ১ টা টিভির ইনভেস্টমেন্ট কতো ? (শুনেছি ৩০০-৪০০ কোট টাকা ?) ৩) লণ্ডনে করতে গেলে মোট পুজি দরকার কতো টাকা ? ৪) একজন এপিসের বেতন কতো ? ৫) স্কয়ার গ্রুপের স্যমসন চৌধুরী ব্যবসা (শিল্পের) প্রবাদ পুরূষ, তারা ৫০-৬০ বছর ব্যবসা করার পরে এতোদিনে ১টা চ্যলেল দিল মাত্র। আর ফালু ভাই তো তার চেয়েও অনেক বড় জিনিয়াস, ৯০ সালে তার কিছুই ছিল না, এখন এনটিভি, আরটিভি। এখন আবার লণ্ডন ! শেষ কথা- সুরজ্ঞিত কতো বড় চোর - আর সেটা নিয়ে এনটিভি কত কথাই না বলে !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।