আমাদের কথা খুঁজে নিন

   

মাংসের টুকরায় খালেদা ফালুর নাম!

সব থাকতেও খুবই একাকী........ আশ্চর্য এ ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায়। প্রথম রমজানের দিন মাংসের দাম বেড়ে যেতে পারে, এমন শংকা থেকে আগে ভাগে কয়েকজন মিলে ছাগল খাসি কিনে জবাই করে মাংস ফ্রিজে রেখে দেয়ার পরিকল্পনা করে। মাংস পলিব্যাগে প্যাকেট করার সময় স্থানীয় মোশারফ মিয়ার নজরে আসে একটি মাংসে টুকরায় বাংলায় কি যেন লেখা আছে। কিন্তু মোশারফ পড়া লেখা জানেন না। পরে তার নাতিকে দেখিয়ে নিশ্চিত হলেন মাংসের গায়ে খালেদা এবং ফালুর নাম লেখা।

বিএনপি সমর্থক মোশারফ আশ্চর্য এ ঘটনাটি সাথে সাথে মসজিদের মাইকে ঘোষনা করেন। ছড়িয়ে পড়ে পুরো টুঙ্গিপাড়া। দৈনিক মগবাজারের টুঙ্গিপাড়া পাকিনিধি ঘটনাস্থলে গিয়ে মাংসের টুকরার ছবি তুলে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। স্থানীয় আওয়ামীলীগ নেতারা এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি না হলেও বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেন, “আসন্ন রমজানে মাংসের দাম বাড়ানোর ষড়যন্ত্র হিসেবে আতংক ছড়াতে দুষ্কৃতকারীরা এ জঘন্য কাজ করেছে। খালেদা এবং ফালু বুজুর্গ টাইপের কেউ না, তাদের নাম ছাগলের মাংসের গায়ে থাকবে কেন!” বেগম খালেদা জিয়া এবং মোসাদ্দেক আলী ফালু এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন।

যদিও ছাগলের মাংসে নিজেদের নাম দেখে কিছুটা বিব্রত। কারণ ছাগলের সাথে কাঠাল পাতা, মগবাজার এবং জামায়াতের গভীর সম্পর্ক আছে। প্রধানমন্ত্রীর মন্তব্যের পরই এ বিষয়ে খালেদা জিয়া মন্তব্য করবেন বলে জানান। শবে বরাত, রমজানসহ বিভিন্ন সময়ে মাংসের টুকরায় মহান আল্লাহ এবং রাসুল (স: ) এর নাম পাওয়া গেলেও এই প্রথম কোন রাজনৈতিক নেতার নাম পাওয়া গেছে। এ নিয়ে ধর্মীয় নেতাদের মাঝে নব চাঞ্চল্য দেখা দিয়েছে।

**খবরটি দৈনিক মগবাজারের** ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।