হেফাজতের তাণ্ডবে পল্টনে ক্ষতিগ্রস্ত সরকারি ভবন হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন ঘুরে দেখার পর মঙ্গলবার তিনি সাংবাদিকদের একথা বলেন।
এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে, বলেছেন তিনি।
রোববার ঢাকা অবরোধের পর হেফাজতকর্মীরা রোববার পল্টন, দৈনিক বাংলা, বিজয়নগর এলাকায় তাণ্ডব চালায়। তাদের হামলার মুখে পড়ে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনও।
আগুন লাগিয়ে দেয়ায় সেখানে থাকার প্রায় ১০টি গাড়ি ও ভবনের কিছু অংশ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ভবনের নিচে দাঁড়িয়ে মুহিত বলেন, “যে লুটপাট হয়েছে, তা অতীতে কখনো হয়নি। ওরা ব্যক্তিকে নয়, দেশ ও রাষ্ট্রকে ধ্বংস করার জন্যই এসব করেছে। ”
“জড়িতদের পাইকারিহারে শাস্তি ও জরিমানা হওয়া উচিৎ। ধ্বংস হওয়া সমস্ত সম্পদের দায়িত্ব নিতে হবে জামায়াত-শিবির, খালেদা জিয়া ও হেফাজতে ইসলামকে। ”
মতিঝিল এলাকায় সভা-সমাবেশ করতে না দেয়ার বিষয়ে সোমবার মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।