শুন আমার ভাই বোনেরা আমি একজন প্রেমের মরা আমার একটা অনুরোধ আমার লেখা গুলো কেউ দয়া করে গান হিসেবে নিবেন না ভাবলে বড় ভূল হবে। আর একটা কথা সবাই ভাববেন যে ছোটবেলা থেকেই আমি ফুটবলের ভীষণ ভক্ত। নিজেও খেলতাম। সুযোগ পেলেই বল নিয়ে বেরিয়ে পড়তাম বন্ধুদের সঙ্গে। স্কুল-কলেজের বিভিন্ন প্রতিযোগিতায়ও খেলেছি অনেক।
আমি মূলত গোলরক্ষক হিসেবেই খেলতাম। বিশ্বকাপ এলে তো কথাই নেই। সব খেলাই আমার দেখা চাই। আমি আর্জেন্টিনা দলের সমর্থক। আমার স্ত্রীর (ইতি) পছন্দ ব্রাজিল।
মেয়ে মৌনতাও আমার মতো আর্জেন্টিনার ভক্ত। স্ত্রী ও মেয়েকে নিয়ে খেলা দেখার সময় অনেক মজাই হয়। মাঝেমধ্যে শ্বশুরবাড়ির লোকজনও এসে যোগ দেয় আমাদের সঙ্গে। তখন তো সবাই দুই দলে বিভক্ত হয়ে খেলা দেখি। এবার আর্জেন্টিনা দলটি নিয়ে বেশ আশাবাদী ছিলাম।
খেলছিলও দারুণ। জার্মানির সঙ্গে ম্যাচটিতে শুরুতে গোল খেয়েই সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। আর্জেন্টিনা হারার পর স্পেনের দিকে ঝুঁকে পড়ি। স্পেনের কাছে জার্মানি হারার পর আনন্দই পেয়েছিলাম। কারণ জার্মানি আমার প্রিয় দলকে হারিয়েছিল।
ফাইনালে স্পেন মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডসের। দুই দলই ভালো খেলে। তবে কৌশল ভিন্ন। তার পরও আমার কাছে স্পেনকেই সেরা মনে হচ্ছে। আমার বিশ্বাস, নিজেদের সেরা খেলাটা খেলতে পারলে এবার স্পেনই চ্যাম্পিয়ন হবে।
তবে নেদারল্যান্ডস নতুন কৌশল নিতে পারে আজ। নিজে গোলরক্ষক ছিলাম বলে বিশ্বকাপের গোলরক্ষকদের খেলা আলাদা মনোযোগ দিয়ে দেখি। স্পেন ও ঘানার গোলরক্ষকের খেলা আমাকে মুগ্ধ করেছে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।