নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই
ওয়েবপোর্টাল হলো এমন একটি ওয়েবসাইট যেখানে বিভিন্ন ধরনের তথ্যের সমাহার থাকে। সেখানে খবর, আবহাওয়াবার্তা, খেলাধুলা, ব্যবসা-বানিজ্য ইত্যাদি সব কিছুই থাকতে পারে। পৃথিবীতে জনপ্রিয় ওয়েবপোর্টালের মধ্যে http://www.yahoo.com, http://www.msn.com ইত্যাদির নাম উল্লেখযোগ্য।
বাংলাদেশেরও এরকম কিছু ওয়েবপোর্টাল রয়েছে। আমার সংগ্রহে থাকার এরকম ১০টি সাইটের তালিকা এখানে দিলাম। কোন সাইটটি এবং কেন আপনার ভাল লাগে জানাবেন। তালিকার বাইরে কোন ভাল ওয়েবপোর্টালের নাম বাদ পড়ে গেলে জানাবেন।
বাংলাদেশী ওয়েবপোর্টাল:
1. http://www.bangla2000.com
2. http://www.ourbangla.com
3. http://www.homeviewbangladesh.com
4. http://www.webbangladesh.com
5. http://www.bangladeshinfo.com
6. http://www.mohona.info
7. http://www.deshiweb.com
8. http://www.bangladesh.com
9. http://www.velki.com
10. http://www.infobangladesh.com
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।