মূলত গেমিং ডেস্কটপ কিনতে যাচ্ছি, ৫৫০-৬০০ ওয়াট পাওয়ার তো লাগবেই। সাথে ক্লায়েন্টের জন্য প্রতিদিন অনেক গ্রাফিক্সের ও ভিডিও এডিটিং এর কাজ করতে হবে। তাই নিরবিচ্ছিন্নভাবে পাওয়ার ব্যাকআপ পাওয়াটা খুব জরুরি আমার জন্য। এর আগে পোস্টে নিরবিচ্ছিন্নভাবে ২ ঘন্টা পাওয়ার ব্যাকআপ পেতে সবাই ল্যাপটপ না কিনে ডেস্কটপ কিনে সাথে আইপিএস ও ইউপিএস কিনতে পরামর্শ দিয়েছেন, এতেই নাকি হবে। আপনাদের পরামর্শ মেনেই এসব কিনতে চাচ্ছি। ডেস্কটপ কিনব ৪০০০০ হাজার টাকায়। আর বাকি ২০০০০ হাজার টাকার ভেতর ডেস্কটপে নিরবিচ্ছিন্নভাবে ২ ঘন্টা পাওয়ার ব্যাকআপ পাওয়ার পেতে আইপিএস ও ইউপিএস কিনব, কিন্তু কোনটা কিনব একটু প্লিজ পরামর্শ দেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।