আমাদের কথা খুঁজে নিন

   

ঃঃঃ অবিস্মরণীয় জয়ে ৪৪ বছর পর শিরোপা !!! ঃঃঃ

ঃঃঃঃ চল বহুদূরে...নির্জনে আড়ালে লুকোই...ঃঃঃ নিজ মাঠেই বুঝি এত্ত দিনের লালিত স্বপ্নের সমাধি ঘটছে! স্টেডিয়াম জুড়ে কান্নার মাতম। এক সমর্থক হতাশায় একটু পরপর তাঁর গায়ের জামা খুলে তারই জন্য বরাদ্ধ বসার আসনে বাড়ি মেরে হতাশা ঝারছেন। কেও কেও খেলা সেষ হবার ১০ মিনিট আগে থেকেই স্টেডিয়াম ত্যাগ করছেন। কেমন করে তাঁরা সহ্য করবেন পুঁচকে কুইন্স পার্ক রেঞ্জার্স এর কাছে পরাজয়! শুধু কি তাই! ৪৪ বসর পর ইংলিশ লীগ চ্যাম্পিয়নশিপ ও যে হাতছারা!! তাই সে গ্লানি স্বচোক্ষে না দেখাই ভাল ভাব্লেন তাঁরা। কিন্তু কি যে এক রোমাঞ্চকর মুহুরত যে তাঁরা মিস করছেন, পথেই হয়তো আফসসের শেষ নেই তাঁদের! খেলা শেষ হয়ে যেন হলনা শেষ, দ্বিতীয়ার্ধের শুরুতে একটি হাতাহাতির ঝামেলায় ৫ মিনিট এক্সট্রা সময় যোগ হোল।

তার পরও দেড় মিনিট শেষ! ম্যানসিটি তখনও ১-২ গোলে পিছিয়ে। ওইদিকে অন্য মাঠে ম্যানইউ ততক্ষনে ১-০ গোলে জয় পেয়ে শিরোপা এক প্রকার হাতের মুঠোই নিয়ে ফেলেছে! সেই সময়ই নাটকের শুরু! ৯২ মিনিটে কর্নার থেকে দারুণ হেডে ২-২ করে ফেললেন এডিন জেকো। আশার সলতেটাও একটু উসকে উঠল। ইতিহাদ স্টেডিয়ামের ম্রিয়মাণ, কান্নাভাঙা কণ্ঠগুলোয়ও ফিরে এল শব্দ। তখনো বোঝাই যায়নি আরও বড় কী নাটকই না অপেক্ষা করছে।

৯৪তম মিনিটের খেলা চলছে। বক্সের জটলায় বল পেয়ে গেলেন সার্জিও আগুয়েরো। দুজন ডিফেন্ডারকে কাটিয়ে ডান প্রান্তে টেনে আনলেন বল। মোক্ষম আঘাত হানার জায়গাটা খুঁজছেন। অবশেষে জায়গাটা পেতেই নিলেন জোরালো শট।

৩-২! পুরো ৪৫ মিনিট যে সমর্থকেরা হতাশায় কান্নায় বুক ভাসাচ্ছিল...খেলা শেষ হতে তাঁদের সেই কান্নার রোল যেন আরো বেগবান হল! এ পরাজয়ের নয়! দু্দান্ত এক অবিস্মরণীয় জয়ের। সিটির ম্যাচে নাটক কিন্তু ছিল শুরু থেকেই। ড্র করলে অবনমনের ঝুঁকি থাকবে না। সিটির মাঠে তাই রক্ষণাত্মক খেলে পাল্টা-আক্রমণের কৌশলই সাজিয়েছিলেন মার্ক হিউজ। ভালোমতোই রক্ষণ সামলে যাচ্ছিল তারা।

কিন্তু ৩৯ মিনিটে সিটিকে প্রথম গোল এনে দেন পাবলো জাবালেতা। দ্বিতীয়ার্ধের শুরুতে রক্ষণের ভুলে সমতা ফেরান জিব্রিল সিসে। ৬৬ মিনিটে পাল্টা-আক্রমণ থেকে ২-১ করে দেন জেমি ম্যাকাই। সিটি থেকে বিতাড়িত হিউজ যেন তখন মধুর এক প্রতিশোধই নেওয়ার অপেক্ষায়। কিন্তু ফুটবল-দেবতা যে জমিয়ে রেখেছিলেন অন্য এক নাটক।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।