আমাদের কথা খুঁজে নিন

   

ছবিতে ১১ই মে দাম্মাম ইসলামী দাওয়া সেন্টারের বাৎসরিক ওয়াজ মাহফিল।

বোরহান উদ্দিন আহমেদ (মাসুম) প্রবাসী বাংলাদেশী ভাই দের কে ইসলামী আকিদায় উদ্বুদ্ধ করতে, ইসলামী দাওয়া সেন্টার দাম্মাম শাখা প্রতি বছর ই নানা ধরনের ইসলামী ওয়াজ মাহফিল ও ইসলাম বিষয়ে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণীর আয়োজন করেন। এছাড়া প্রতিসপ্তাহে বাংলাদেশী প্রবাসী ভাইদের-উদ্দেশ্যে বিভিন্ন মসজিদে জুম্মার নামাজের আরবী খুদবা কে বাংলায় ট্র্যান্সলেট করে বুঝিয়ে দেওয়া হয়। এতে করে আমাদের দেশী ভাইয়েদের মধ্যে( যারা বেশীর ভাগই আরবী বুঝেন না,) সবাই খুদবার সারমর্ম টা উপ্লব্দি করতে পারেন। ** যারা সৌদি আরব থেকে আরবী শিখতে আগ্রহী তাদের অবগতির জন্য জানাচ্ছি, আপনারা ইচ্ছা করলেই ইসলামী দাওয়া সেন্টারগুলোর সাথে যোগাযোগ করতে পারেন। একেবারে ফ্রী কোন ফি নেওয়া হয় না।

** ওমরা পালনে ইচ্ছুক বাংলাদেশী ভাই বোনেরা ফ্রি আপ-ডাউন বাস টিকেটের জন্য যোগাযোগ করতে পারেন সৌদি আরবের যে কোন জায়গা থেকে। প্রতিটি জেলায় ইসলামী দাওয়া সেন্টারের অফিস রয়েছে । গত ১১ই মে দাম্মাম ইসলামী দাওয়া সেন্টারের বাৎসরিক ওয়াজ মাহফিল এর আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে এক হিন্দু ধর্মাব্লম্বি ভাই কলকাতা বাড়ি ওনি এখানে সবার সামনে কলমা পরে ইসলাম ধর্ম গ্রহন করেন। অনুষ্ঠানটি কিছু ফটোগ্রাফির মাধ্যমে সংক্ষেপে বর্ননা দিব। আশাকরি আপনাদের ভাল লাগবে, তা হলে আসুন যাওয়া যাক অনুষ্ঠানে ...... যে মসজিদটিতে মাহফিলের আয়োজন করা হয়েছিল।

আমি যখন অনুষ্ঠানে পৌঁছলাম তখন স্টেইজে এই বয়স্ক লোকটাকে দেখেছিলাম। তখন আমি জানতাম না ওনার পরিচয় আহমদ ভাই এর কাছ থেকে জানতে পারলাম ইনি জনাব আবদুল হক সাহেব। মীনা পোর্টের ইয়ামা কোম্পানীর মসজিদের ইমাম। অনুষ্ঠানের প্রথম ফটোটাই ওনার। প্রবাসী বাংলাদেশী শ্রোতাদের উদ্দেশ্যে লেকচার দিচ্ছেন শায়খ আহমদ উল্লাহ্‌।

যার অনুপ্রেরণায় এই ফটোগুলা তোলা। শায়খ মুতিউর রহমানের সাথে আলোচনার পুর্বে শায়খ আহমদ উল্লাহ্‌। — অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশী প্রবাসীর একাংশ । পিছন থেকে উপস্থিত শ্রোতারা। উপস্থিত সম্মানিত আলোচক ও অতিথিবৃন্দ।

এশার নামাজের সময়ে নামাজেরত উপস্থিত প্রবাসীরা। এখানে ছবিতে যে অল্প বয়সী ছেলেটাকে দেখছেন এ ছেলেটার বাড়ি কলকাতা বাঙ্গালী হিন্দু ধর্মের অনুসারী ছিল, এই অনুষ্ঠানের সবার সামনে কলমা পরে ইসলাম কবুল করেছে। ফেইস বুকে ভিডিওটা দেখতে পারেন এইখানে। Click This Link পুরুস্কার বিতরণী। পুরুস্কার বিতরণীর শেষে বলে দেওয়া হল, সবাই খেয়ে যাবেন রাতের খাবারের ব্যাবস্থা করা হয়েছে।

এবার আমি ও বলি ......... এতক্ষণ যারা এই পোস্টটি দেখলেন সবাই খেয়ে যাবেন। খেতে খেতে এই ছবিটা নিলাম। খাওয়া শেষ......... আলাহামদুল্লিহ। সবাই ভাল থাকবেন এই কামনায় আল্লাহ্‌-হাফিজ।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.