ছিলাম তোমার ঔরশে মা তিন শতো দশদিন, সেই সে থেকে পৃষ্ঠা ভরে তোমার কতো ঋণ। একটি দিনে তোমার পেটে লাত্থি দিলাম কতো, কষ্ট না পাই আমি যাতে, পশ্চিমে হও নত। পৃথিবীতে আনলে যেদিন ব্যথায় কাঁদে মাটি, আমায় দেখে তোমার ভবে নামল শীতল পাটি। বুঝি না সেই সময়টাতে কী লাগে কী চাই, বুঝলে নিজে ধুঁকে- আমার ঠিক ষোলআনাই। শীতের দিনের কষ্ট তোমার আমার হিসু নদে, আজকে মাগো পড়ছে মনে প্রতি পদে পদে। না খেয়ে যদি ঘুমিয়েছি আদর করে ডেকে নিজের হাতে খাইয়েছো মা যেন মধু মেখে। না খেলেও এখন মাগো নেয় না কেউ আর খোঁজ, তুমি যে নেই তাইতো কাজে রাত জাগি মা রোজ। জ্বর নিয়ে মা হাঁটতে থাকি কেউ বলে না ইশ! বেহুঁশ হওয়ার অবস্থায়ও তুমি আমার দিশ! ভালো থাকো সবুজ মাগো, অনেক ভালো থাকো, ভুললে তোমায় নাশ হই যেন- এটা দোয়ায় আঁকো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।