আমাদের কথা খুঁজে নিন

   

খালেদার ৪২ আর হাসিনার ৭৭

যুদ্ধাপরাধীর বিচার ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবী করছি দুইটা খবর পাশাপাশি দেখলাম বাংলাদেশের খবরের কাগজগুলোতে। প্রথমটা খালেদা ভবিষ্যতবানী - আগামী ৪২ বছরে আওয়ামীলীগ ক্ষমতায় আসতে পারবে না। ৪২ বছরের এই হিসাবেটা কিভাবে আসলো - আট আট টার্ম যদি আওয়ামীলীগ পরাজিত হয় তাহলে দাড়ায় ৪০ বছর। বাকী দুই বছর কোথা থেকে আসলো? ১০ বছর প্রধানমন্ত্রী হিসাবে খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশী সময় ক্ষমতায় ছিলেন - বাংলাদেশের বয়সের চারভাগের একভাগ উনি দেশ শাসন করেছেন। উনি নিম্চয় বেহুদা কথা বলেন না।

একজন দায়িত্বশীল রাজনীতিবিদ হিসাবে খালেদা জিয়ার কাছ থেকে অবশ্যই দায়িত্বশীল কথা আশা করে দেশবাসী। একজন দায়িত্বশীল মানুষ নির্বাচনের আগেই তা ফলাফল নিয়ে ভবিষ্যতবানী করেন কিভাবে? জনগন কাকে ভোট দেবে সেইটা জনগন জানে - নিম্চয় খালেদা জিয়ার কানে কানে বলে আসেনি যে কে কাকে আগামী ৫ টা নির্বাচনে ভোট দেবে! উনি যদি শুধুমাত্র উনার "আশা"র কথা বলতেন তাইলে সমস্যা ছিলো না - কিন্তু উনি বঙ্গবন্ধু হত্যা থেকে শুরু করে এরশাদের শাসনামলকেও "জনগনের ইচ্ছা" হিসাবে হিসাবে করেছেন। আসলেই ১৯৭৫ সালের হত্যাকান্ড আর জিয়া- এরশাদের সামরিক শাসনকে বিএনপি জনগনের শাসন হিসাবে বিবেচনা করে? তাহলে এরশাদের বিরুদ্ধে যে আন্দোলন করেছে বিএনপি - তা কি গনতন্ত্রের আন্দোলন না কি শুধু ক্ষমতা ফিরে পাওয়ার আন্দোলেন ছিলো? she said, "That's why the countrymen didn't allow them to come to power for 21 years. After the end of their current term, they will keep crying for power for the next 42 years ... the people will not forgive them." Click This Link - এই কান্ট্রিম্যান কারা? যারা ১৯৭৫ সালে বঙ্গবন্ধু এবং চার নেতাকে হত্যা করে - যারা জিয়াউর রহমানের অবৈধ সেনাশাসনের মদদ দেয় - যারা এরশাদকে ৯ বছর অবৈধভাবে ক্ষমতায় রাখে? মুলত বেগম জিয়া আমাদের মনে করিয়ে দিচ্ছেন - বিএনপি জন্ম ইতিহাস - যার জন্মের জন্যে কৃতজ্ঞ একদল খুনীর কাছে যারা ৭৫ এর হত্যাকান্ড ঘঠিয়েছে - এবং যার জন্মের জন্যে কৃতজ্ঞ ৭১ এর খুনীচক্রের কাছে - যার পুরষ্কার এখন খালেদা দিয়ে যাচ্ছেন। (২) অন্যদিকে আমেরিকান Gallup এর জরীপে দেখাচ্ছে ৭৭% বাংলাদেশী শেখ হাসিনাকে নেতা হিসাবে পছন্দ করেন। কিন্তু ব্লগে দেখলে মনে হয় - বাংলাদেশে শেষ হাসিনার কোন সমর্থনই নাই।

কিভাবে এইটা হলো? নাকি সবাই ব্লগ গরম করছেন - যেমন করে মির্যা ফকরুল পল্টন গরম করেন শেষে এক মামলায় ইদুর হয়ে গেলেন! (৩) এই ধরনের পরষ্পর বিরোধী খরব পড়তে ভালই লাগে - কিন্তু আখেরে জনগনই হলো মুল শক্তি - তারাই নির্ধারন করবে কে আগামীতে ক্ষমতায় যাবে আর কে যাবে না। আমাদের নির্বাচন পর্যন্ত ধৈর্য্য ধরা ছাড়া আর কিছুই করার নেই। রাজনীতি বিদদের যে জৌতিষ হওয়া মানায় না - তেমনি পরিসংখ্যান দেখে উল্লাসিত হওয়াও বোকামী। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।