সৌদি আরব সফরে বিএনপি চেয়ারপারসন প্রথমে মদিনায় গিয়ে মহানবী হজরত মোহাম্মদ (সা.) এর রওজা জিয়ারত করেন।
সেখান থেকে বুধবার রাতে তিনি মক্কায় পৌঁছে ওমরাহ পালন করেন বলে বিরোধীদলীয় নেতার প্রেসসচিব মারুফ কামাল খান সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
মসজিদুল হারাম শরীফে নামাজও আদায় করেন খালেদা জিয়া।
প্রেসসচিব জানান, শুক্রবার বিরোধীদলীয় নেতা সৌদি বাদশাহর দেয়া এক ইফতার মাহফিলেও যোগ দেবেন।
বিরোধীদলীয় নেতার সঙ্গে ওমরাহ পালন করেন তার ছোট ভাই শামীম এস্কান্দার, শামীমের স্ত্রী কানিজ ফাতিমা।
বিএনপির সহসভাপতি শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী, ঢাকা মহানগর সদস্য সচিব আবদুস সালাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল তাজ, বিরোধীদলীয় নেতার একান্ত সচিব সালেহ আহমেদ, আলোকচিত্রী নুরুদ্দিন আহমেদও খালেদা জিয়ার সঙ্গে ছিলেন।
গত ২৭ জুলাই খালেদা জিয়া ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান। মদিনায় মহানবীর রওজা জিয়ারতের পর মসজিদে নববীতে কয়েকদিন বিশেষ ইবাদতে বসেন তিনি।
আগামী ৭ আগস্ট বিরোধীদলীয় নেতা দেশে ফিরবেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।