আমাদের কথা খুঁজে নিন

   

পৃথিবীর যতো সুখ....................

পৃথিবীর যত সুখ ... আমি তোমারি ছোয়াতে খুজে পেয়েছি... মনে হয় তোমাকেই... আমি জনমে জনমে ধরে চেয়েছি । পৃথিবীর যত সুখ ... আমি তোমারি ছোয়াতে খুজে পেয়েছি... মনে হয় তোমাকেই... আমি জনমে জনমে ধরে চেয়েছি ।!!!! শুধু যে তোমারি সাথী হতে আমি তো এসেছি এ জগতে... এ জগতে চোখ মেলে চাইবার তুমি ছাড়া আজ কেউ নাই আর.. তোমারি কাছে আমি রয়েছি ও জীবনে মরনে সাথী হয়েছি । মনে হয় তোমাকেই... আমি জনমে জনমে ধরে চেয়েছি । পৃথিবীর যত সুখ ... আমি তোমারি ছোয়াতে খুজে পেয়েছি... জেনেছি তো এ জীবনে আমি তুমি যে এ প্রাণের চেয়ে দামি.. জীবনে তো ফুরাবে না আশা মরনেও রবে ভালবাসা... জীবনে মরনে সাথী হয়েছি । ও তোমারি কাছে আমি রয়েছি । মনে হয় তোমাকেই... আমি জনমে জনমে ধরে চেয়েছি । পৃথিবীর যত সুখ ... আমি তোমারি ছোয়াতে খুজে পেয়েছি । গান: এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.