আমাদের কথা খুঁজে নিন

   

রম্যরচনাঃ নোবেল কমিটির কাছে আমজনতার আবেদন।

তারিখঃ ১২-৫-২০১২ বরাবর নোবেল কমিটি নরওয়ে বিষয়ঃ নোবেল পুরস্কারে ভূষিত করা প্রসংগে। জনাব, যথাবিহীত সন্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমরা এশিয়ার বাংলাদেশ নামক একটি দেশের আপামর ভুক্তভোগী আমজনতা। অতীব দু্‌খেঃর সাথে জানাচ্ছি যে আমাদের এই দু্‌খেঃর জন্য আপনারাও কিছুটা দায়ী। বিগত সালে আমাদের দেশের কৃতি (মতান্তরে কু্কৃতি) সন্তান ডঃ মোঃ ইউনুস কে শান্তিতে নোবেল (কতিপয় লোকের কাছে নেই কোন বেল) পুরস্কারে ভূষিত করে আমাদের কে যারপরনাই সন্মানিত করেছেন। কিন্তু আপনাদের পুরস্কার প্রাপ্ত দের তালিকা থেকে ডঃ মোঃ ইউনুস থেকেও অধিক যোগ্যতা সম্পন্ন (ইউ-নো-হু) ব্যক্তি বাদ পড়ায় দেশে ও বিদেশে আজ এই পুরস্কার ব্যাপক ভাবে সমালোচিত।

শুধু তাই নয়, এজন্য জাতি আজ দ্বিধাবিভক্ত। দেশ আজ এক সংকটময় সময়ে উপস্থিত, যখন নোবেল পুরস্কার না পাওয়ার শোকে দেশমাতা শাসন কার্য ত্যাগ করেছে (যদিও বেশীর ভাগ জনসাধারনের ধারণা এই দেশ বরাবর আল্লাই চালায়)। এমতাবস্থায়, এই আপামর ভুক্তভোগী আমজনতার কথা বিবেচনা করে আপনারা অতীব শিঘ্রই ডঃ ইউনুসের নোবেল পুরস্কার ফিরিয়ে (মতান্তরে কেড়ে) নিন, অথবা দেশমাতা কে নোবেল পুরস্কারে ভূষিত করার ব্যবস্থা করে আমাদের কে একটু হলেও শান্তিতে থাকার ব্যবস্থা করুন। বিনীত নিবেদক, ভুক্তভোগী আমজনতা। বিঃদ্রঃ কাকতালীয় ভাবে এই লেখা কোনো ব্যাক্তি বা ঘটনার সাথে মিলে গেলে লেখক দায়ী নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।