উপরে আল্লাহ
আর নিচে বরিশাইল্লা
মোগো বারি বরিশাল
মোরা যেরহম পরিশ্রমি হেই রহম শক্তিশালী
মোগো মানসে চোহে দেখতে পারে না , কির পিন্নে যে দ্যেখতে পারে না হেয়া মুই কইতে পারমুনা। তয় মোর মোনে অয় মোগো মেধা দেইখ্যা অনেকের কইলজা পুইরা গোন্ধ বাইরাইছে হের পিন্নে মোগো দেখতে পারে না।
মুই বরিশালের পোলা হিসেবে নিজের কিছু তেজ দেহাইলাম
পরাণের মানুষ
পাইলাম না তো এহনো রে
সঙ্গে চলার সাথী,
হেইয়ার লইগ্যা আইজও আমি
প্রেমের মালা গাঁথি।
মনের মানুষ কয় যে কারে
বোঝে না তো দুনিয়া,
পলাইয়া যায় হগল মানুষ
কথাডা না শুনিয়া।
মনের লগে মন মিলাইলে
বাইথে হয় না বৈঠা,
এ্যমনে চলে জীবন-নৌকা
না খাটাইয়া পালডা।
চলিয়া যে যায় ব্যবাক মানুষ
কাম ফুরাইয়া গ্যলে,
শুকনা মালার লইয়া আমার
ক্যমনে গো দিন চলে।
পরাণের মানুষ কথায় তুমি
কথায় তুমি সাথী,
আশা লইয়া আইজও আমি;
প্রেমের মালা গাঁথি। ।
কবিতটা খাটি বরিশাইল্লা ভাষায় রচিত।
হের পর মুই জদি মোগো বরিশালের গুনি মানশের নাম কই হেলে পরে তো অনেকের কইলজা পুইরা রোস্ট অইয়া জাইবে।
জেমন মনে করেন মোগো জীবনান্দ দাশ,
রবি সরকার
রয়েল বেঙ্গল টাইগার একে ফজলুল হক
কামিনি রায়
আহসান হাবিব
কুশুম কুমারি দাশ
এয়া ছাড়াও যে কতজন আছে হেয়া মুই কইতে পারমুনা, কারন মুই বেশি কিছু জানিনা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।