ভাই, আমার এলার্ট পে তে একাউন্ট আছে। আমি কিছু ডাটা এন্ট্রির কাজ করার ফলে তাতে কিছু (প্রায় ৫০ ডলার) এর মত জমা আছে। এলার্ট পে তে একাউন্ট ভেরিফিকেশন করতে হয়। অনেক আগের একাউন্ট তাই আগেই মোবাইল ভেরিফিকেশন করেছিলাম।
কিন্তু গত সাপ্তাহে আমার জাতীয় পরিচয়পত্র ও ব্যাংক ষ্টেটমেন্ট দিয়ে ভেরিফিকেশন দিলাম একাউন্ট ভেরিফিকেশন করার জন্য।
কিন্তু এলার্ট পে আমার জাতীয় পরিচয় পত্র গ্রহণ করল কিন্তু ব্যাংক ষ্টেটমেন্ট টা ডিকলাইন (প্রত্যাখান) করল যার ফলে আমার ব্যাংক একাউন্ট টা এলার্ট পে তে যোগ করতে পারলাম। আমার ব্যাংক একাউন্ট ডাচ-বাংলা ব্যাংকে তার ষ্টেটমেন্ট ই দিয়েছিলাম।
এলার্ট পে কিছু বলেও না যে, কেন ডিকলাইন করেছে শুধু দেখাচ্ছে ডকুমেন্ট ডিকলাইন। আমি তো এখন বিপদে আছি। আরও কিছু ডাটা এন্ট্রির কাজ করছি।
চিন্তু করেছিলাম ১০০ ডলার হলে এলার্ট পে থেকে নিজের ব্যাংক একাউন্টে সরাসরি টাকা আনব।
এলার্ট পে তো বাংলাদেশে এসেছে। এদেশে ওদের কোন ডিলার বা স্পনশরশিপ কেউ এর নাম্বার যদি থাকে তবে আমার জন্য ভাল হত। আমি খুব বিপদে আছি।
কেউ যদি ওদের নাম্বার টা আমাকে দিতে পারেন বা কেউ যদি এলার্ট পে ব্যাংক ভেরিফিকেশন করে থাকেন তবে প্রসেস জানলে খুব উপকৃত হতাম।
ধন্যবাদ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।