আমাদের কথা খুঁজে নিন

   

অ্যানথ্রাক্স: সারাদেশে রেড এলার্ট

ছবি নেই

(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন জেলায় অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়ায় সারাদেশে রেড এলার্ট জারি করেছে সরকার। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস রোববার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান। তিনি বলেন, সারাদেশের প্রাণিসম্পদ অধিদপ্তর, সিভিল সার্জনসহ সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আক্রান্ত এলাকার পশুর জন্য পাঁচ লাখ ভ্যাকসিন পাঠানো হয়েছে। জেলা পর্যায়ে প্রাণিসম্পদ কর্মকর্তা ও সিভিল সার্জনের নেতৃত্বে সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। কোনো স্থানে সংক্রমণের নমুনা পেলে তা সংগ্রহ করে পরীক্ষা এবং ভ্যাকসিন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.