দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন জেলায় অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়ায় সারা দেশে রেড এলার্ট জারি করেছে সরকার।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস রবিবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, সারা দেশের প্রাণিসম্পদ অধিদপ্তর, সিভিল সার্জনসহ সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। আক্রান্ত এলাকার পশুর জন্য পাঁচ লাখ ভ্যাকসিন পাঠানো হয়েছে।
জেলা পর্যায়ে প্রাণিসম্পদ কর্মকর্তা ও সিভিল সার্জনের নেতৃত্বে সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।
কোনো স্থানে সংক্রমণের নমুনা পেলে তা সংগ্রহ করে পরীক্ষা এবং ভ্যাকসিন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
তবে অ্যানথ্রাক্সের ব্যাপারে কিছু না জানার কারণে উপযুক্ত চিকিৎসা পাচ্ছে না বলে অভিযোগ করেছে অ্যানথ্রাক্স আক্রান্ত বিভিন্ন এলাকার অধিবাসী। সেই সঙ্গে ছড়িয়ে পড়ছে আতঙ্ক।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা আক্রান্ত এলাকা পরিদর্শন করে এলাকাবাসীকে আতঙ্কিত না হওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন।
এদিকে কুষ্টিয়ার দৌলতপুরে অ্যানথ্রাক্সে আক্রান্ত আরো পাঁচ জনকে সনাক্ত করেছে চিকিৎসকরা।
এ নিয়ে ওই এলাকায় মোট ৪৬ জন মানুষ অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়েছে।
আরটিএনএন ডটনেট/এমইউএ/এমএম_১৫২১ ঘ.
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।