আমাদের কথা খুঁজে নিন

   

হাজারীবাগের পানি ও পয়:নিষ্কাশন ব্যবস্থা ভেঙ্গে পড়েছে তলিয়ে যাচ্ছে রাস্তাঘাট-বসতবাড়ী!

যেমন কর্ম তেমন ফল। বৃষ্টির পানি ও পয়োবর্জ্যে তলিয়ে যাচ্ছে হাজারীবাগের রাস্তাঘাট ও নিচু এলাকা। পয়োবর্জ্য ও পয়:নিষ্কাশনের সুইচগেট বন্ধ করে ফেলায় প্রায় দুই মাস ধরে ওই এলাকার পানি নিষ্কাশন বন্ধ রয়েছে। এলাকার খানাখন্দ ভরাট হয়ে এখন নিচু এলাকার বাড়িঘর ও রাস্তাঘাট তলিয়ে যাচ্ছে। সম্প্রতি ওই এলাকা সরেজমিন পরিদর্শন করা হয়।

হাজারীবাগের পানি ও পয়:নিষ্কাশনের একমাত্র পথ হচ্ছে সুইচগেট। এই সুইচগেট দিয়ে পানি বুড়িগঙ্গার শাখানদীতে গিয়ে পড়ত। সম্প্রতি কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান শাখানদীর জায়গা নিজেরা ক্রয় করেছে দাবি করে ভরাট করে ফেলেছে। ফলে হাজারীবাগ সু্ইচগেট দিয়ে ওই এলাকার পানি সরবরাহ ব্যবস্থা স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে। এছাড়া ওই এলাকার পানি নিষ্কাশনের কোন বিকল্প ব্যবস্থা নেই।

সরেজমিন ঘুরে দেখা গেছে, ট্যানারী মোড়, ভাগলপুর, কোম্পানি ঘাট, বউবাজার এলাকার সড়কগুলো বৃষ্টির পানি জমে ভেঙ্গে চুরে একাকার হয়ে গেছে। এলাকাবাসী জানায়, একটু বৃষ্টি হলেই রাস্তায় জমে যায় হাটু সমান পানি। দিনের পর দিন এভাবেই থাকে সড়কগুলো। সরেজমিন অনুসন্ধানে আরো জানা যায়, কোম্পানিঘাট ও বউবাজার এলাকার বেড়ীবাধ সংলগ্ন নিচু এলাকার প্রায় দেড় শতাধিক বাড়িঘর তলিয়ে গেছে। দূষিত পানি ও পয়োবর্জের দুর্গন্ধে ওই এলাকার বাসিন্দারা পানি বাহিত নানা রোগে আক্রান্ত হয়ে পড়ছে।

জানা যায়, এলাকাবাসী তাদের এ সমস্যার কথা স্থানীয় জনপ্রতিনিধিকে জানিয়েছেন। এলাকার কয়েক হাজার লোকের স্বাক্ষরিত আবেদন ঢাকা ওয়াসা, স্থানীয় এমপি বরাবর জমা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ সময় অতিবাহিত হলেও ওই এলাকার সমস্যার সমাধানে কারোরই সহযোগীতা পাচ্ছেন না তারা। এ ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ড. তাকসিম এ বলেন, ওই এলাকার সমস্যাটা আমরা জেনেছি। ইতোমধ্যে ওই এলাকার এমপির অনুরোধে ওই এলাকা ঘুরে এসেছি।

দ্রুততম সময়ে ওই এলাকার সমস্যার সমাধান করা হবে বলে জানান তিনি। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।