আমাদের কথা খুঁজে নিন

   

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে হাজারীবাগের বন্ধুরা

সম্প্রতি হাজারীবাগ থানা পুলিশের উদ্যোগে হাজারীবাগ বেড়িবাঁধ সংলগ্ন বৌবাজার বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আর তাদের এ সামাজিক কর্মকাণ্ডকে ত্বরান্বিত করতে সহযোগিতা করে স্থানীয় বন্ধু প্রতিদিনের সদস্যরা। সেখানকার বন্ধু কমিটির কার্যকরী সদস্যরা অংশ নেয় এ কর্মসূচিতে। পুলিশের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ। বিশেষ অতিথি ছিলেন রমনা জোনের ডিসি মারুফ হোসেন সরদার, এডিসি আনোয়ার হোসেন, হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম, হাজারীবাগ বন্ধু সভাপতি ও সাপ্তাহিক শীর্ষ অপরাধ পত্রিকার প্রধান সম্পাদক হুমায়ুন আহমেদ মন্টু।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, পুলিশ জনগণের বন্ধু। দেশের জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশের। জনগণের সেবা করাই এই বাহিনীর লক্ষ্য ও উদ্দেশ্য। পুলিশ যেকোনো দুর্যোগ মোকাবিলায় জনগণের পাশে থেকে তাদের সর্বাত্দক সাহায্য-সহযোগিতার হাত বাড়াব। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাজারীবাগ থানা আওয়ামী লীগের সভাপতি হাজি মো. ইলিয়াসুর রহমান বাবুল, স্থানীয় বন্ধু সহ-সভাপতি মো. মহসীন মিয়া, কার্যনির্বাহী সদস্য ও সিনিয়র সাংবাদিক আরিফুল ইসলাম বাবু।

অগি্নকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চাল, ডাল, মিনারেল ওয়াটার ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়। * বন্ধু ডেস্ক

 

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.