আমাদের কথা খুঁজে নিন

   

কিছু দরকারি লিংক।

ডাউনলোড করুন মাদারবোর্ডের সিডি বিভিন্ন অ্যাপ্লিকেশন এবং কম্পিউটারের মাদারবোর্ডে অবস্থিত অন্যান্য কার্ড/যন্ত্রাংশের সাথে যোগাযোগের জন্য মাদারবোর্ডের সিডি/ড্রাইভার সিডি ইনস্টল করা অতি জরুরী। আপনি যখন একই স্থান হতে পুরো পিসি কিনবেন তখন বিক্রেতার কাছ থেকে মাদারবোর্ডের ড্রাইভার, গ্রাফিক্স কার্ডের ড্রাইভার, সাইন্ড কার্ডের ড্রাইভার, মনিটর ড্রাইভার ইত্যাদি ড্রাইভারগুলো পেয়ে যাবেন। আর যদি আলাদাভাবেও নির্দিষ্ট কোনো পেরিফেরাল কিনেন তাহলেও তার সাথে ড্রাইভার পাবেন। সেগুলো যত্ন সহকারে সংরক্ষন করুন। যেমন সাইন্ড কার্ডের কথাই ধরা যায়।

অধিকাংশ মাদারবোর্ডেই আজকাল সাইন্ড কার্ড বিল্টইন থাকে। তাই মাদারবোর্ডের সিডিটি খুবই গুরুত্বপূর্ণ। এটি ইন্সটল করে নিলেই আপনার সাইন্ড সংক্রান্ত সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে। যারা এক্সটার্নাল সাইন্ড কার্ড ব্যবহার করেন তারা কার্ডের সাথে আসা ড্রাইভারটি ইন্সটল করে নিন। অনেক সময় সাইন্ড কার্ডের মত দরকারি ড্রাইভার গুলো হারিয়ে যেতে পারে।

সেক্ষেত্রে ব্যবহারকারীর ভোগান্তির শেষ থাকে না। এ ধরনের ক্ষেত্রে ভবিষ্অনেক সময় ড্রাইভার সংগ্রহ করতে পারেন। এরপরেও যদি যোগাড় করতে ব্যর্থ হন তবে আপনার কাছে শেষ ভরশা হল ইন্টারনেট/পিসিহেলপলাইনবিডি। আপনি যে কোম্পানীর ডিভাইস ব্যবহার করছেন সেই কোম্পানীর ওয়েবসাইটে গিয়ে ড্রাইভার সংগ্রহের চেষ্ঠা করুন। আপনার মতো আরও অসংখ্য ব্যবহারকারীর সাহায্য করার জন্য কোম্পনীগুলো সাধারণত তাদের ওয়েবসাইটে ড্রাইভার ডাউনলোডের সুবিধা রাখে।

এছাড়াও ইন্টারনেটে বহু ওয়েব সাইট রয়েছে যারা বিভিন্ন ধরনের ড্রাইভার ডাউনলোডের সুবিধা দিয়ে থাকে। সেখান থেকেও আপনি সাইন্ড কার্ডসহ অন্যান্য ডিভাইসগুলোর ড্রাইভার সংগ্রহ করে নিতে পারেন। একেবারে আনাড়ি হলে ইন্টারনেটে http://www.google.com এ গিয়ে এর সার্চ বক্সে আপনার মাদারবোর্ডের নাম লিখে সার্চ করতে পারেন। সেক্ষেত্রে উক্ত ড্রাইভারটি ডাউনলোড করার সাইট আপনি পেয়েও যেতে পারেন। ড্রাইভার ডাউনলোডের উল্লেখযোগ্য কয়েকটি সাইটের মধ্যে আছে: http://download.cnet.com/windows/drivers/ http://driver.softpedia.com/ http://downloadcenter.intel.com/Defult.aspx http://www.driversdown.com/ http://www.soft32.com/ http://www.driverfiles.net/ http://www.driverskit.com/ http://www.nodevice.com/ http://www.techspot.com/drivers/ http://www.downloadatoz.com/driver/ বি:দ্র: যারা এখনও মাদারবোর্ডের নামই জানেন না, তারা run অপশন এ গিয়ে টাইপ করুন dxdiag এরপর এন্টার প্রেস করুন।

মাদারবোর্ডের মডেল সহ অনেক কিছু দেখতে পারবেন। আমার এই গান খানি যদি ভাল লাগে, কোনদিন ভুলে যেও না। http://www.pchelplinebd.com/?p=18712 নিয়ে নিন Portable Dreamweaver CS5 আমরা যারা Webpage নিয়ে কাজ করি তারা হয়ত জানেন যে, Dreamweaver কি? Dreamweaver এর সাহায্যে খুব সহজেই Webpage তৈরী করা যায় । কারন Dreamweaver এ আপনি একটু কোড লিখলে বাকি টুকু Dreamweaver জেনারেট করে থাকে । তাই এই মজার Software টি Share করলাম, তাও আবার Portable ।

ইন্সটল এর ঝামেলা নেই। ভাল থাকুন তথ্য ও প্রযুক্তির সঙ্গে থাকুন । ভাল লাগলে কমেন্ট করুন। ডাউনলোড লিংক নিচে। http://www.mediafire.com/?9j4727u3e202fpx http://www.pchelplinebd.com/?p=18739 আসুন জেনে নেই বায়োসের (BIOS) কিছু দরকারী পাসওয়ার্ড কখনও কখনও ভাইরাসের কারণে বায়োস ক্ষতিগ্রস্ত হয়ে থাকে।

এক্ষেত্রে বায়োসে ব্যবহ্রত সফটওয়্যার ভার্সন এবং কোম্পানীর নামটি জানা থাকলে ভাল হয়। সাধারনত মাদারবোর্ডে AWARD BIOS সবচেয়ে বেশি ব্যবহ্রত হয়। এছাড়াও ব্রান্ড পিসিগুলোতে এবং ল্যাপটপে নিজস্ব কোম্পানীর BIOS সফটওয়্যার ব্যবহ্রত হয়। BIOS ক্ষতিগ্রস্ত হলে আপনার বায়োস ROM চিপটি/IC টি সমমানের ROM chip ‍দিয়ে পরিবর্তন করে নিন। BIOS পাসওয়ার্ড ভুলে গেলে: প্রত্যেকটি BIOS সফটওয়্যার প্রস্তুতকারক তাদের নির্দিষ্ট বায়োসের জন্য Defult password ব্যবহার করে থাকেন।

কোম্পানী অনুযায়ী নিচে লিখিত বায়োস পাসওয়ার্ডগুলো ব্যবহার করে দেখুন। Award BIOS backdoor Passward ALFAROME, ALLy, aLLy, aLLY, ALLY, aPAf, _award, BIOSTAR, CONCAT, CONDO, Condo, d8on, djonet, HLT, KDD, Lkwpeter, LKWPETER, PINT, pint, SER, SKY_FOX, ZAAADA, ZBAAACA, ZJAAADC, 01322222, 589589, 589721, 595595, AWARD_SW, AWARD?SW, AWARD SW, AWARD PW, AWKWARD, awkward, J64, J256, J262, J332, J322, SYXZ, syxz, shift+syxz, TTPTHA, 598598. AMI BIOS backdoor passwords AMI, AAAMMMIII, BIOS, PASSWORD, HEWITT RAND, AMI?SW, AMI SW, LKWPETER, A.M.I., CONDO. PHOENIX BIOS backdoor passwords: phoenix, PHOENIX, COMS, BIOS MISC, COMMON PASSWORDS ALFAROME, BIOSTAR, biostar, biosstar, CMOS, cmos, LKWPETER, lkwpeter, setup, SETUP, Syxz, Wodj. OTHER BIOS PASSWORD BY MANUFACTURER VOBIS & IBM >>>>> merlin Dell >>>>> Dell Biostar >>>>> Biostar Compaq >>>>> Compaq Enox >>>>> xo11nE Epox >>>>>central Freetech >>>>>Posterie IWill>>>>>iwill Jetway>>>>> spooml Packard Bell >>>>> bell9 QDI >>>>> QDI Siemens >>>>> SKY_FOX TMC>>>>> BIGO Toshiba>>>>> Toshiba TOSHIBA BIOS Most Toshiba laptops and some desktop systems will bypass the BIOS password if the left shift key is held down during boot. IBM APTIVA BIOS Press both mouse buttons repeatedly during the boot. ধন্যবাদ কস্ট করে আমার লেখাটি না পড়ার জন্য। এমনি এখন হয়তো কোন কাজে লাগবে না। তবে সংগ্রহে রেখে দিন। কোন এক সময় কাজে নিশ্চয়ই কাজে দিবে।

http://www.pchelplinebd.com/?p=18702 উচ্চ গতি সম্পন্ন্ কপি/পেষ্ট করার জন্য একটি সফটয়্যার” আসসালামুআলাইকুম,আজ কে আমি আপনাদেরকে একটি মজার সফটয়্যার উপহার দেব ,আর সেটা হলো উচ্চ গতি সম্পন্ন একটি কপি-পেষ্ট করার জন্য একটি সফটয়্যার বিশেষ করে যাদের কম্পিউটার কম গতি সম্পন্ন তাদের কাজে আসবে বলে আশা করি, তাছাড়া কপির সময় বিভিন্ন প্রকার কাষ্টোমাইজ করার সুবিধা এই সফটয়্যার টি তে আছে যেমন Stop, Pause ইত্যাদি। আপনারা ইচ্ছা করলে এটি ডাউনলোড করে দেখতে পারেন। সাইজ মাত্র 453kb। Click This Link http://www.pchelplinebd.com/?p=18681 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।